হাবরা, 25 জুন: উত্তরবঙ্গ থেকেই পঞ্চায়েতে তৃণমূলের কবর খোঁড়া শুরু হবে । তাই, ভয় পেয়ে মুখ্যমন্ত্রীকে নির্বাচনের প্রচার করতে আসতে হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনদিনের উত্তরবঙ্গ সফরকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । রবিবার উত্তর 24 পরগনার হাবরাতে তিনি এসেছিলেন দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করতে । এ দিন এক বর্ণাঢ্য শোভাযাত্রায় সুকান্ত মজুমদারের সঙ্গে পা মেলান বিজেপির অসংখ্য কর্মী সমর্থক । প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে নির্বাচনী সফরকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি ।
এ দিন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্রকে পাশে বসিয়ে সুকান্ত মজুমদার আরও বলেন,"নিরপেক্ষ ভোট হলে উত্তরবঙ্গের জেলাপরিষদগুলি হাতছাড়া হতে পারে তৃণমূলের । সেই কারণে উত্তরবঙ্গ দিয়েই নির্বাচনী প্রচার করতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে ৷" গতবছর পঞ্চায়েত ভোটে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী না নামলেও এবার কিন্তু আগে থেকেই নির্বাচনী প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তাহলে কি সংগঠনে কোথাও ঘাটতি রয়েছে ? অভিষেক বন্দোপাধ্যায়ের দু'মাসের নবজোয়ার যাত্রাতেও কী সেই ক্রাইসিস মেটেনি? নাকি ঘাটতি মেটাতে আসরে নামতে হল মুখ্যমন্ত্রীকেই? সেই সমস্ত প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন,"নবজোয়ার ফোয়ার দিয়ে কিছু হবে না । নতুন চোরদের ইন্ধন দিতে বেরিয়েছিল । হাওয়া বেরিয়ে গেছে । মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন জল অনেক ওপরে উঠে গিয়েছে । তাই,তাঁকে নীচে নামতে হয়েছে ৷"