পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Slams Mamata: উত্তরবঙ্গ থেকেই পঞ্চায়েতে তৃণমূলের কবর খোঁড়া শুরু, মুখ্যমন্ত্রীর নির্বাচনী সফরকে কটাক্ষ সুকান্তর - বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনদিনের উত্তরবঙ্গ সফরকে নিয়ে আক্রমণ করলেন বিজেপির রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বলে তাঁর দাবি ৷

Sukanta Majumdar
সুকান্ত মজুমদার

By

Published : Jun 25, 2023, 10:40 PM IST

মুখ্যমন্ত্রীর নির্বাচনী সফরকে কটাক্ষ সুকান্তর

হাবরা, 25 জুন: উত্তরবঙ্গ থেকেই পঞ্চায়েতে তৃণমূলের কবর খোঁড়া শুরু হবে । তাই, ভয় পেয়ে মুখ্যমন্ত্রীকে নির্বাচনের প্রচার করতে আসতে হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনদিনের উত্তরবঙ্গ সফরকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ‍্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । রবিবার উত্তর 24 পরগনার হাবরাতে তিনি এসেছিলেন দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করতে । এ দিন এক বর্ণাঢ্য শোভাযাত্রায় সুকান্ত মজুমদারের সঙ্গে পা মেলান বিজেপির অসংখ্য কর্মী সমর্থক । প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে নির্বাচনী সফরকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন বিজেপির রাজ‍্য সভাপতি ।

এ দিন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্রকে পাশে বসিয়ে সুকান্ত মজুমদার আরও বলেন,"নিরপেক্ষ ভোট হলে উত্তরবঙ্গের জেলাপরিষদগুলি হাতছাড়া হতে পারে তৃণমূলের । সেই কারণে উত্তরবঙ্গ দিয়েই নির্বাচনী প্রচার করতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে ৷" গতবছর পঞ্চায়েত ভোটে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী না নামলেও এবার কিন্তু আগে থেকেই নির্বাচনী প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তাহলে কি সংগঠনে কোথাও ঘাটতি রয়েছে ? অভিষেক বন্দোপাধ্যায়ের দু'মাসের নবজোয়ার যাত্রাতেও কী সেই ক্রাইসিস মেটেনি? নাকি ঘাটতি মেটাতে আসরে নামতে হল মুখ্যমন্ত্রীকেই? সেই সমস্ত প্রশ্নের উত্তরে বিজেপির রাজ‍্য সভাপতি বলেন,"নবজোয়ার ফোয়ার দিয়ে কিছু হবে না । নতুন চোরদের ইন্ধন দিতে বেরিয়েছিল । হাওয়া বেরিয়ে গেছে । মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন জল অনেক ওপরে উঠে গিয়েছে । তাই,তাঁকে নীচে নামতে হয়েছে ৷"

আরও পড়ুন:নির্বাচনী প্রচারে তিনদিনের উত্তরবঙ্গ সফরে মমতা

এ দিকে, ডিএ আন্দোলনরত 'সংগ্রামী যৌথ মঞ্চ'-এর তরফে এ দিন ভোট কর্মীদের যে নিরাপত্তার দাবি তোলা হয়েছে তাঁকেও সমর্থন জানিয়েছেন বিজেপির রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার । তাঁর কথায়, ভোট কর্মীদের নিরাপত্তা দাবি সঙ্গত । সকলেই জানেন,গতবার এক প্রিসাইডিং অফিসার স্কুল শিক্ষককে প্রাণ দিতে হয়েছিল । কেন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনে ডিউটি করতে যাবে? প্রত‍্যেক মানুষেরই জীবনের মূল্য রয়েছে । সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়ে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর রুটমার্চে কি আস্থা ফিরবে সাধারণ মানুষের? এই প্রশ্নের জবাবে সুকান্ত মজুমদার বলেন,"এই সরকার এবং প্রশাসনের ওপর মানুষের কোনও আস্থা নেই । আগেও ছিল না । এখনও নেই । মুখ্যমন্ত্রী জোর করে সরকারে টিকে রয়েছেন । উনি তো ঠিকভাবে সরকারটাই চালাতে পারছেন না । মান সম্মান থাকলে ওনার উচিত পদত্যাগ করা ৷"

আরও পড়ুন:স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট লাগলে তিনি প্রধানমন্ত্রী হবেন, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

অন‍্যদিকে, সাংবাদিক বৈঠক থেকে এ দিন হাবরার তৃণমূল বিধায়ক তথা রাজ‍্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও নিশানা করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার । তিনি বলেন,"উনি তো একসময় হাঁটু ভাঙার কথা বলেছিলেন । এখনও পর্যন্ত কতজনের হাঁটু ভেঙেছেন । এরপর ওনার হাঁটু ভাঙতে ইডি আসছে । যা চুরি করেছেন । সময় আসছে তার হিসাব দিতে হবে ৷" এই বিষয়ে ব‍্যাখা দিতে গিয়ে রেশনের চাল, গম চুরির প্রসঙ্গ টেনে এনে জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়িয়েছেন বিজেপির রাজ‍্য সভাপতি ।

ABOUT THE AUTHOR

...view details