পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar: অমর্ত্য সেনকে মমতার হয়ে প্রচারে নামার আহ্বান জানালেন সুকান্ত - অমর্ত্য সেনের মন্তব্যে সুকান্তর প্রতিক্রিয়া

রবিবার ভাটপাড়ায় গঙ্গা আরতিতে অংশ নেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar at Bhatpara) ৷ সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করেন ৷

ETV Bharat
অমর্ত্য সেনকে সুকান্ত মজুমদারের পরামর্শ

By

Published : Jan 15, 2023, 10:54 PM IST

Updated : Jan 16, 2023, 9:23 PM IST

ভাটপাড়া, 15 জানুয়ারি: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামার পরামর্শ দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar speaks on Amartya Sen) ৷ রবিবার ভাটপাড়ায় সুকান্ত বলেন, "আমি অমর্ত্য সেনকে অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে ৷" শনিবার অমর্ত্য সেন বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে ৷ এই প্রসঙ্গে এদিন রাজ্য বিজেপি সভাপতি বলেন, "ওনার মত উনি বলেছেন, উনি পন্ডিত ব্যক্তি ৷"

রবিবার সন্ধ্যায় ভাটপাড়া বিধানসভার ভাটপাড়া বলরাম সরকারের ঘাটে বিশ্ব হিন্দু পরিষদের ডাকে গঙ্গা আরতিতে অংশ নেন রাজ্য বিজেপি সভাপতি ৷ গঙ্গা আরতি প্রসঙ্গেও এদিন ফের রাজ্যের তৃণমূল সরকারকে বিঁধেছেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "11 তারিখে আমরা পুলিশকে ঘোল খাইয়ে গঙ্গা আরতি করেছিলাম । আজ ব্যারাকপুরে করলাম, এরপরে পশ্চিমবাংলায় আরও বিভিন্ন জায়গায় আমরা করব । মমতা বন্দোপাধ্যায় ও তার পুলিশের ক্ষমতা নেই গঙ্গা আরতি আটকানোর ।"

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘালয় সফরকেও এদিন কটাক্ষ করেন সুকান্ত (Sukanta Majumdar criticises Mamata Banerjee) ৷ তাঁর কথায়, মেঘালয় থেকে কেজি কেজি মেঘ ধরে নিয়ে আসবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ভাঙ্গরে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তাঁর দাবি, ভাঙর এলাকায় তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে কর্মীদের কাছে অনেক আধুনিক অস্ত্র রয়েছে । তাই পুলিশ দিয়ে হবে না, কেন্দ্রীয় বাহিনীর দিয়ে তল্লাশি করে সেখান থেকে অস্ত্র বার করা উচিত । ওটা একটি ডাম্পিং গ্রাউন্ডে পরিনত হয়েছে ।

অমর্ত্য সেনকে সুকান্ত মজুমদারের পরামর্শ

আরও পড়ুন:'তাঁর উপদেশ আমার কাছে আদেশ !' অমর্ত্য প্রসঙ্গে বললেন মমতা

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে শনিবার দত্তপুকুরে এক তৃণমূল কর্মীর হাতে বিজেপি কর্মীর চড় খাওয়া প্রসঙ্গে সুকান্ত মজুমদারের কটাক্ষ, "হতে পারে মন্ত্রী হয়তো চড় মারার আদেশ দিয়েছেন । তা না হলে একজন মন্ত্রীর সামনে কে এরকমভাবে অসভ্যতা ও অভব্যতা আচরণ কে করবে ।" তৃণমূলের এই নতিন জনসংযোগ কর্মসূচিকে দিদির দূত প্রকল্প করেও কটাক্ষ করেছেন সুকান্ত ৷

Last Updated : Jan 16, 2023, 9:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details