বিধাননগর, 28 অক্টোবর: ইডি জিজ্ঞাসাবাদের নামে তাঁর আপ্ত সহায়ককে চাপ দিয়েছে জোর করে তাঁর নাম বলার জন্য ৷ শনিবার এমনই দাবি করলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু ৷ সুজিত এদিন বলেন, ‘‘আমার আপ্ত সহায়ক নিতাই দত্তকে সবাই জানেন ৷ নিতাই কাউন্সিলর হয়েছে, পরে ভাইস চেয়ারম্যান হয়েছে । তাঁর বাড়িতে একদিন ইডিকে পাঠিয়ে দেওয়া হল, 12 ঘণ্টা জেরা করা হল । তাঁর বাড়ি থেকে কিছু পেল না কিন্তু চাপ দেওয়া হয় সুজিত বসুর নামটা বলে দেওয়ার জন্য ৷ বলা হয়, তুমি সুজিত বসুর নামটা বলে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে । এটা কোন ধরনের অত্যাচার ।"
"সুজিত বসুর রাজনৈতিক কেরিয়ার 42 বছরের । সুজিত বসুর এত খারাপ অবস্থা হয়নি যে তাঁকে টাকার বিনিময়ের লোককে চাকরি দিতে হবে । জীবনে এই কাজ আমি কোনওদিন করিনি । যতই ওকে মেরে ফেলুন, কেটে ফেলুন, যতই ওকে জেলে আটকান কোনদিনও ও বলবে না যে সুজিত বসু এই কাজ ওকে করতে বলেছে ৷ যাঁরা চাকরি পেয়েছেন তারাই বলবেন তাঁরা কীভাবে চাকরি পেয়েছেন ৷" পাশাপাশি নাম না করে এদিন তাঁর হুঁশিয়ারি, "কেউ যদি ভুল করে নিশ্চয়ই সেটা দেখার দায়িত্ব আপনার আছে । কিন্তু অন্যায়ভাবে যদি মনে করেন কিছু করবেন, তাহলে কিন্তু ওই নিউটউনের থার্ড ল আছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে । আপনারা মনে রাখবেন যে যেমন করবেন তার প্রতিক্রিয়া তেমন হবে ।"