পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sujit Bose: তাঁর নাম বলার জন্য ইডি চাপ দেয় আপ্ত সহায়ককে, অভিযোগ সুজিত বসুর - ইডি

কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ইডির বিরুদ্ধে অভিযোগ করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ৷ তাঁর অভিযোগ, ঘনিষ্ঠ এক নেতাকে তাঁর নাম বলার জন্য চাপ দেয় ইডি ৷

ETV Bharat
সুজিত বসু

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 7:24 PM IST

সুজিত বসুর বক্তব্য

বিধাননগর, 28 অক্টোবর: ইডি জিজ্ঞাসাবাদের নামে তাঁর আপ্ত সহায়ককে চাপ দিয়েছে জোর করে তাঁর নাম বলার জন্য ৷ শনিবার এমনই দাবি করলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু ৷ সুজিত এদিন বলেন, ‘‘আমার আপ্ত সহায়ক নিতাই দত্তকে সবাই জানেন ৷ নিতাই কাউন্সিলর হয়েছে, পরে ভাইস চেয়ারম্যান হয়েছে । তাঁর বাড়িতে একদিন ইডিকে পাঠিয়ে দেওয়া হল, 12 ঘণ্টা জেরা করা হল । তাঁর বাড়ি থেকে কিছু পেল না কিন্তু চাপ দেওয়া হয় সুজিত বসুর নামটা বলে দেওয়ার জন্য ৷ বলা হয়, তুমি সুজিত বসুর নামটা বলে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে । এটা কোন ধরনের অত্যাচার ।"

"সুজিত বসুর রাজনৈতিক কেরিয়ার 42 বছরের । সুজিত বসুর এত খারাপ অবস্থা হয়নি যে তাঁকে টাকার বিনিময়ের লোককে চাকরি দিতে হবে । জীবনে এই কাজ আমি কোনওদিন করিনি । যতই ওকে মেরে ফেলুন, কেটে ফেলুন, যতই ওকে জেলে আটকান কোনদিনও ও বলবে না যে সুজিত বসু এই কাজ ওকে করতে বলেছে ৷ যাঁরা চাকরি পেয়েছেন তারাই বলবেন তাঁরা কীভাবে চাকরি পেয়েছেন ৷" পাশাপাশি নাম না করে এদিন তাঁর হুঁশিয়ারি, "কেউ যদি ভুল করে নিশ্চয়ই সেটা দেখার দায়িত্ব আপনার আছে । কিন্তু অন্যায়ভাবে যদি মনে করেন কিছু করবেন, তাহলে কিন্তু ওই নিউটউনের থার্ড ল আছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে । আপনারা মনে রাখবেন যে যেমন করবেন তার প্রতিক্রিয়া তেমন হবে ।"

আরও পড়ুন:জ্যোতিপ্রিয়র গ্রেফতারির প্রতিবাদে পথে নামলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

এদিন 100 দিনের কাজের মজুরি, আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রের কাছে পাওনা টাকার দাবিতে এক পথসভায় যোগ দেন সুজিত ৷ সেখানেই তিনি ইডির বিরুদ্ধে সরব হন ৷ তৃণমূলের হেভিওয়েট নেতা তথা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে শুক্রবারই রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি ৷ আর এদিন সুজিত বলেন, "যখন আমরা লড়াই সংগ্রাম করছি তখন আমাদের নেতৃত্বদের নানাভাবে হ্যারাস করছে । কাউকে জেলে ধরে নিয়ে যাচ্ছে, কাউকে ইন্টারোগেশন করা হচ্ছে ।" তাঁর কথায়, ছ'মাস বাদে যখন দেশে সাধারণ নির্বাচন, তার আগে সমস্ত বিরোধী নেতাদের জেলবন্দি রাখবার জন্য চেষ্টা করছে । আজকে ওরা তৃণমূলের বিভিন্ন নেতাদের অ্যারেস্ট করছে । কোনও নেতা যদি দোষ করে তাহলে নিশ্চয়ই তাদেরকে অ্যারেস্ট করুক । কিন্তু অনেকে দোষী না থাকা সত্ত্বেও তাঁদেরকে নানাভাবে অ্যারেস্ট করছে, জেরা করার নামে তাঁদের অসুস্থ করে দিচ্ছে ৷

আরও পড়ুন: বিশ্বভারতীর উপাচার্যকে বীরভূম থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার

ABOUT THE AUTHOR

...view details