বারাসত, 10 সেপ্টেম্বর : ফের টাকা উদ্ধার পশ্চিমবঙ্গে ৷ এবার ঘটনাস্থল গার্ডেনরিচ (Gardern Reach Money Recovery) ৷ সেখানেও কোটি কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ শনিবার এই নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রসকে দুষলেন সিপিএমের (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷
তাঁর কথায়, "ব্ল্যাক মানি অর্থাৎ কালো টাকা ভরিয়ে পশ্চিমবঙ্গের বদনাম করছে রাজ্যের শাসকদল । যেখানেই ইডি হাত দিচ্ছে সেখানেই কোটি টাকার নিচে কোনও গল্প নেই ৷" শনিবার বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন । সেখানেই গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে ইডির কোটি কোটি উদ্ধারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এই কথা বলেন ৷
এর পর সুজন চক্রবর্তীর সংযোজন, "এর আগে মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ কয়েক কোটি টাকা মিলেছিল ৷ পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবীর থেকেও কোটি কোটি টাকার সম্পত্তির হদিস পাওয়া গিয়েছিল । এখন আবার পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে ইডি নগদ সাত কোটি টাকারও বেশি উদ্ধার করেছে । এতো প্রতি মুহূর্তে টাকার পরিমাণ বেড়েই চলেছে । ভাবাই যায় না ৷" শেষ খবর পাওয়া পর্যন্ত ওই টাকার পরিমাণ দাঁড়িয়েছেন 15 কোটি ৷ গোনা চলছে ৷
এরপরই রাজ্যের শাসকদলকে আক্রমণ করে সিপিএমের এই নেতা বলেন, "তৃণমূলের যত বড় নেতা, তত বড় চোর ৷ অপরাধী এবং পাচারকারী । এটাই বাস্তব । এখনও তৃণমূলের বড় বড় মাথারা ধরা পড়েনি । কেবল চুনোপুঁটি এবং ঘনিষ্ঠদের বাড়ি থেকেই কোটি কোটি উদ্ধার হচ্ছে । মাথার ধরা পড়লে কী হবে একবার ভাবুন !"