বারাসত, 2 সেপ্টেম্বর: বিভিন্ন দুর্নীতি ও পাচারকাণ্ডের তদন্তে অভিযুক্তদের শুধু ডাকলেই হবে না । টাকার উৎস খুঁজে বার করে অপরাধীদের গ্রেফতারও করতে হবে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে (Sujan Chakraborty demands arrests in scam and smuggling cases) ৷ কয়লাপাচার কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি'র তলব প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (CPM Leader Sujan Chakraborty) ।
শুক্রবার বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "কয়লা পাচারকাণ্ডে কেউ অভিযুক্ত হলে তাঁকে তলব করতেই পারে ইডি । কিন্তু, তলবের পাশাপাশি পাচারের টাকার উৎসও খুঁজে বের করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি । কোথাকার টাকা কোথা থেকে এল,হঠাৎ করে কীভাবে সম্পত্তি বাড়ল তারও তদন্ত হওয়া দরকার । শুধু ডাকলাম, আর ছেড়ে দিলাম । এটা চলতে পারে না । অনেকদিন ধরেই এই গল্প চলছে । দিল্লি তাঁর মনোভাব স্পষ্ট করুক, যে তারা সত্যিই পাচারকাণ্ডের টাকা খুঁজে বের করতে চায় । প্রকৃত অপরাধীদের ধরতে চায় ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ৷"
আরও পড়ুন: কয়লা-গরুপাচার আসলে হোম মিনিস্টার স্ক্যাম, দাবি অভিষেকের
তৃণমূল-বিজেপি সেটিং তত্ত্বেও অনড় এই সিপিএম নেতা (Sujan Chakraborty on TMC BJP Setting Theory) ৷ সুজনের কথায়, "সেটিং আছে বলেই তো কিছু করছে না । এটা সকলেই জানে । কবে থেকে এই গল্প চলছে । আজকের কথা ! অনেকদিন ধরেই এই ডাকাডাকির খেলা চলছে । এটা না-হলে তো এতদিন ধরা পড়ত । সিবিআই, ইডি রাজনৈতিক চাপ সরিয়ে নিরপেক্ষভাবে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করুক । তা না-হলে পাচারের বেআইনি টাকা দেশের সর্বনাশ করবে ৷"
পাচারকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে, দাবি সুজন চক্রবর্তীর সিবিআই-ইডির তদন্ত প্রক্রিয়ায় ঢিলেমি নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty on ED and CBI) ৷ তাঁর মতে, "এতদিন তদন্ত প্রক্রিয়া এগোয়নি কেন ? বিদেশের ব্যাঙ্কে অ্যাকাউন্ট কাদের রয়েছে ? সোনা পাচারের টাকা কোথায় গেল ? কয়লা পাচারের টাকা কার কার অ্যাকাউন্টে গিয়েছে ? এগুলো কি জানে না সিবিআই-ইডি ! একসময় চিটফান্ডের টাকা নিয়ে কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেছেন। নারদের টাকা যারা হাত পেতে নিল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সিবিআই কিংবা ইডি । যারা বেআইনি টাকার পাহাড় করছে, রাজনীতির নামে লুট করছে, বাংলার মানসম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে দাঁড়াবেই ।"