বারাসত, 23 অক্টোবর: বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ বারাসতে একটি পুজো মণ্ডপে বইয়ের স্টল উদ্বোধনে গিয়ে বিধানসভার অধ্যক্ষকে নিশানা করেন তিনি ৷ বলেন, ‘‘লেখাপড়া জানা ছেলে-মেয়েদের উপর পুলিশ মাঝরাতে অত্যাচার করল, আর উনি প্রতিবাদ করার সাহস দেখাতে পারেন না ৷ কারণ, তার পরেই অধ্যক্ষ পদ চলে যেতে পারে ৷’’ সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন, অধ্যক্ষের মতো নিরপেক্ষ আসনে বসেও বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) রাজনৈতিক এজেন্ডা মেনে চলছেন ৷
প্রসঙ্গত, গত শুক্রবার বারাসতে একটি কালীপুজোর উদ্বোধনে গিয়ে একাংশ বিদ্বজ্জনদের নিশানা করেন বিমান বন্দ্যোপাধ্যায় ৷, করুণাময়ীতে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের (TET Job seekers) পুলিশের জোর করে তুলে দেওয়ার বিষয়ে তাঁরা প্রতিবাদ করেছিলেন ৷ সেই ইস্যুতেই সেই সকল বিদ্বজ্জনদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিবাদ করছেন বলে অভিযোগ তুলেছিলেন বিধানসভার অধ্যক্ষ ৷ তার জবাবে এ দিন বিমান বন্দ্যোপাধ্যায়কে কার্যত মেরুদণ্ডহীন বলে নিশানা করেন সুজন চক্রবর্তী ৷