বনগাঁ, 22 অক্টোবর: "নানা কারণে বাংলার মানুষ হাসতে ভুলে গিয়েছেন । ভালোই হল মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর দলের নেতারা লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর, মা সারদার সঙ্গে তুলনা করে মানুষের কাছে হাসির খোরাক বানাচ্ছেন ।" মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল বিধায়ক তথা চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর মন্তব্যের প্রেক্ষিতে শনিবার এই মন্তব্য করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty reacts on Raj Chakraborty comment) ৷
করুণাময়ীতে 2014 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি অভিযানের বিরুদ্ধে এদিন সন্ধ্যায় বনগাঁর গোপালনগরে এক প্রতিবাদ মিছিলে যোগ দেন সুজন চক্রবর্তী (CPM Leader Sujan Chakraborty) ৷ সেখানে তিনি বলেন, "চাকরিপ্রার্থীদের উপর করুণাময়ীতে বর্বরোচিত আক্রমণের ঘটনায় রাজ্যের মানুষ ফুঁসছেন । আমরাও রাস্তায় নেমেছি । রাজ্যের বিবেকসম্পন্ন প্রতিটি মানুষই ওই ঘটনার নিন্দা করেছেন ।"
মমতাকে হাসির খোরাকে পরিণত করা হচ্ছে, রাজের মন্তব্যে প্রতিক্রিয়া সুজনের আরও পড়ুন:সচিন, লতার সঙ্গে মমতার তুলনা টেনে বিতর্কে বিধায়ক রাজ
উল্লেখ্য, শুক্রবার বনগাঁ শহরে তৃণমূলের একটি বিজয়া সম্মেলনীতে এসে বিধায়ক রাজ চক্রবর্তী বলেছিলেন, "ঈশ্বর যেমন সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকরকে নির্দিষ্ট কাজের উদ্দেশ্যে পাঠিয়েছেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের সেবা করতে পৃথিবীতে পাঠিয়েছেন ।" এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, "এর আগেও তৃণমূলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে রামকৃষ্ণ, রাসমণি ও মা সারদার সঙ্গে তুলনা করেছিলেন । রাজ চক্রবর্তী খানিকটা এগিয়ে বা পিছিয়েই বলেছেন । উনি হয়তো লোকসভার টিকিট পেতে চান বা তৃণমূলের নেতা হতে চান । সেই কারণে এই সমস্ত মন্তব্য করছে । যাঁরা এই সমস্ত কথা বলছেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের কাছে হাসির খোরাকে পরিণত করছেন ।"
এ বিষয়ে বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, "সিপিএম 34 বছরে মানুষের জন্য ভালো কিছু করেনি । তাই তারা ভালো কিছু দেখতে পারে না, বলতেও পারে না । এই দলটা বাংলা থেকে উঠে গিয়েছে । মানুষ ভুলে গিয়েছে তাই ভেসে থাকার জন্য এই সমস্ত বলছে । এই সব মানুষ শুনবে না ।"