পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেগঙ্গা থানার সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধার

স্থানীয়দের সাহায্য়ে অটোয় করে দেগঙ্গার বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ পরে অবস্থার অবনতি হলে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় ৷

suicide_attempt_by_a_old_lady_in_north_24_pargan's_deganga
থানার সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধার

By

Published : Nov 23, 2020, 6:53 PM IST

দেগঙ্গা, 23 নভেম্বর : দেগঙ্গা থানার সামনে বিষ খেয়ে আত্মহত্য়ার চেষ্টা করলেন এক বৃদ্ধা ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ওই বৃদ্ধা রাতে অটোয় করে থানার সামনে নামেন ৷ তাঁর সঙ্গে প্রচুর জিনিস ছিল ৷ একটি বাক্স, লেপ, তোষক ও স্টোভ নিয়ে থানার পাশেই বসে পড়েন তিনি ৷

পুলিশ আরও জানিয়েছে, রাতে থানার পাশে রান্না করে খাবার খান ৷ সকালে চা বানিয়েও খেয়েছিলেন ৷ পরে দুপুরের দিকে হঠাৎই তাঁকে বমি করতে দেখা যায় ৷ সেই সঙ্গে মুখ থেকে ফেনা বের হতে শুরু করে ৷ তা দেখার পরই এগিয়ে আসেন থানায় কর্মরত পুলিশকর্মীরা ৷ এরপর স্থানীয়দের সাহায্য়ে অটোয় করে দেগঙ্গার বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ পরে অবস্থার অবনতি হলে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় ৷

ওই বৃদ্ধা তুঁতে বা ওই ধরনের কোনও বিষ খেয়ে থাকতে পারেন ৷ আপাতত বিপন্মুক্ত রয়েছেন তিনি ৷ তবে তিনি কেন বিষ খেয়েছেন তা এখনও জানতে পারেনি পুলিশ ৷ বৃদ্ধা সুস্থ হলে এনিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details