পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কৃষি বিলের প্রতিবাদে আমডাঙায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ - Amdanga

কৃষি বিলের প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন SUCI-এর সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের সদস্যরা(AIKKMS) । পোড়ানো হয় প্রতীকী কৃষি বিল ।

Aa
Aq

By

Published : Sep 25, 2020, 4:00 PM IST

আমডাঙা, 25 সেপ্টেম্বর : আমডাঙায় 34 নম্বর জাতীয় সড়কে প্রতীকী কৃষি বিল পুড়িয়ে বিক্ষোভ দেখালেন SUCI-এর সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের সদস্যরা(AIKKMS) । চলে জাতীয় সড়কে প্রায় আধঘণ্টা অবরোধও । এর জেরে ৩৪ নম্বর জাতীয় সড়কে অবরুদ্ধ হয়ে পড়ে যানচলাচল । খবর পেয়ে আমডাঙা থানার পুলিশ ঘটনাস্থানে এসে আন্দোলনকারীদের হটিয়ে দেয় । এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় ।

কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে আজ ভারত বনধের ডাক দিয়েছে প্রায় 250টি কৃষক সংগঠন । এই বনধে সামিল হয়েছে SUCI-এর কৃষক ও ক্ষেত মজুর সংগঠনও । বনধের সমর্থনে প্রথমে আজ সকালে আমডাঙার কাছারি মোড় থেকে BDO অফিস পর্যন্ত প্রায় দু'কিলোমিটার পায়ে হেঁটে মিছিল করেন সংগঠনের সদস্যরা । এরপর বিলের বিরোধিতায় BDO অফিসের সামনে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । জাতীয় সড়কের উপরে পোড়ানো হয় প্রতীকী কৃষি বিলও ।

এই বিষয়ে SUCI-এর কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের জেলা নেতা গৌতম বিশ্বাস বলেন, "কেন্দ্রীয় সরকার অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন করেছে । যার মধ্যে দিয়ে কৃষকদের ভাগ্য মজুতদার ও কালো বাজারিদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে । এর ফলে কৃষকরা একদিকে যেমন সর্বস্বান্ত হবে, অন্যদিকে ক্রেতাদেরও বেশি দামে কৃষিজাত পণ্য কিনতে হবে । এর বিরুদ্ধে আমরা দেশজুড়ে আন্দোলনে নেমেছি । ভারত বনধেও সামিল হয়েছি । তারই অংশ হিসেবে আজ আমরা আমডাঙা BDO অফিসের সামনে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালাম । কালা কৃষি বিলের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদও জানিয়েছি । অবিলম্বে কৃষি বিল প্রত্যাহার করা না হলে আগামীদিনে আন্দোলন আরও তীব্র হবে ।"

কৃষি বিলের প্রতিবাদে কৃষক সংগঠনের ডাকা বনধে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পঞ্জাব ও হরিয়ানায় । দেশের অন্যান্য জায়গায় বনধের সমর্থনে পথে নেমেছেন কৃষকরাও । বিলের বিরোধিতায় ইতিমধ্যে সংসদে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি । পশ্চিমবঙ্গেও বাম ও তৃণমূল বিলের বিরোধিতা করে আন্দোলনে নেমেছে । এবার পথে নামল SUCI-এর কৃষক ও ক্ষেত মজুর সংগঠন ।

ABOUT THE AUTHOR

...view details