বসিরহাট, 29 মার্চ: মাটিয়া কাণ্ডে এবার পুলিশ সুপারের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এসইউসিআইয়ের কর্মী-সমর্থকরা (Demonstration in protest of Matia Gang Rape Case)। পাশাপাশি মুখ্যমন্ত্রীর জবাবদিহি চেয়ে দেওয়া হল স্লোগানও। প্ল্যাকার্ড হাতে অহরহ স্লোগানে মঙ্গলবার সরগরম হয়ে ওঠে বসিরহাটের সংগ্রামপুর এলাকা।
মাটিয়া কাণ্ডে প্রতিবাদে মঙ্গলবার বসিরহাট এসপি অফিস অভিযান করল এসইউসিআই-সহ তাঁদের সহযোগী কয়েকটি দল। এদিন দুপুরে সংগঠনের কর্মী-সমর্থকরা ইছামতি ব্রিজ থেকে মিছিল করে এসে প্রথমে এসপি অফিস সংলগ্ন কাঠালিয়া মোড়ে রাস্তা অবরোধ করেন। সেখানে মাটিয়া কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হন আন্দোলনকারীরা। দুয়ারে মদের প্রতীকী সার্কুলার পুড়িয়েও প্রতিবাদ জানানো হয়। এরপর সেখান থেকে এসইউসিআইয়ের কর্মীরা এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। মুখ্যমন্ত্রীর জবাবদিহি চেয়ে স্লোগানও দেওয়া হয় । পরে এসইউসিআইয়ের এক প্রতিনিধিদল পুলিশ সুপারের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেয়।