বারাসত, 11 জানুয়ারি: একে তো বাড়তি বয়স, তার উপর শরীরে বাসা বেঁধেছে নানা উপসর্গ ৷ সেই অবস্থায় রীতিমতো ঝুঁকি নিয়ে সফল অস্ত্রোপচার করে ক্যানসার আক্রান্ত রোগীকে (cancer patient) নতুন জীবন দিলেন চিকিৎসকরা । ঘটনাটি বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Barasat Government Medical College and Hospital) ।
সূত্রের খবর, অস্ত্রোপচারের পর ছায়ারানী দে নামে বছর 77'র ওই প্রৌঢ়া এখন অনেকটাই সুস্থ । তাঁকে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে হাসপাতালের জেনারেল বেডে । তবে, পরবর্তী পর্যায়ের চিকিৎসা অর্থাৎ কেমোথেরাপি এখান থেকেই চলবে প্রৌঢ়ার । তার আগাম ব্যবস্থাও করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে । ক্যানসার আক্রান্ত রোগী নতুন জীবন ফিরে পাওয়ায় চিকিৎসকদের কৃতজ্ঞতা জানাতে ভোলেনি প্রৌঢ়ার পরিবার । বিশেষ করে হাসপাতাল সুপারের উদ্যোগের প্রশংসা করেছেন তাঁরা ।
জানা গিয়েছে, প্রৌঢ়ার বাড়ি উত্তর 24 পরগনার বারাসতের বিজয়নগরে । স্বামী মারা গিয়েছেন কয়েক মাস আগেই । চার ছেলের সামান্য উপার্জনে কোনওরকমে সংসার চলে তাঁর । তারই মধ্যে দুরারোগ্য পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হন তিনি । তা জানতে পেরে মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড় হয় প্রৌঢ়ার পরিবারের সদস্যদের । কী করবেন বুঝতে না পেরে শেষে তাঁরা যোগাযোগ করেন বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সুব্রত মণ্ডলের সঙ্গে । তাঁরই উদ্যোগে শুরু হয় ক্যানসার আক্রান্ত প্রৌঢ়াকে সুস্থ করার লড়াই ।
জেনারেল ফিজিসিয়ান রবীন মুখোপাধ্যায়, ওঙ্কোলজির সার্জেন রাজেশকান্তি শিকদার-সহ অন্যান্য চিকিৎসকদের নিয়ে গঠিত হয় মেডিকেল টিম । টিমের সঙ্গে সহযোগিতায় ছিলেন হাসপাতাল সুপার সুব্রত মণ্ডলও । দীর্ঘ চার ঘণ্টার সফল অস্ত্রোপচার করে ক্যানসার আক্রান্ত রোগীকে কার্যত নতুন জীবন দিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকদের টিম । যদিও অস্ত্রোপচারের সময় প্রৌঢ়ার পাকস্থলীর দুই-তৃতীয়াংশ কেটে বাদ দিতে হয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে (Successful surgery of cancer patient ) ।
রোগীর পরিবার সূত্রে খবর, চারমাস ধরে পেটের সমস্যায় ভুগছিলেন ছায়ারানী দে । ঠিকমতো খেতেও পারছিলেন না । স্থানীয় এক চিকিৎসকের কাছে তাঁকে নিয়ে যাওয়া হলে সে-ও প্রৌঢ়ার রোগ ধরতে পারছিলেন না । আর্থিক স্বচ্ছলতা না থাকায় শেষে প্রৌঢ়ার পরিবারের সদস্যরা দ্বারস্থ হন বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওঙ্কোলজির চিকিৎসক রাজেশকান্তি শিকদার । এরপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় ওই প্রৌঢ়া পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত । জেলা হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজে উন্নতি হওয়ার পর বারাসতে এই ধরনের অস্ত্রোপচার প্রথম বলে দাবি হাসপাতাল চিকিৎসকদের একাংশের । এদিকে,সফলভাবে ক্যানসার আক্রান্ত রোগীর অস্ত্রোপচার করতে পারায় স্বাভাবিকভাবেই খুশি চিকিৎসকদের গোটা টিম ।