বনগাঁ, 12 অগস্ট : বাংলাদেশে দিনের পর দিন অত্যাচারিত হচ্ছেন সংখ্যালঘু মানুষ, যা নিয়ে সরব হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ (All India Matua Mahasanga) । প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তাঁকে চিঠি দিয়েছেন ঠাকুরবাড়ির ছোট ছেলে তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর । বৃহস্পতিবার এনিয়ে সাংবাদিক সম্মেলন করলেন গাইঘাটার বিধায়ক তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি সুব্রত ঠাকুর ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত বলেন, "7 অগস্ট বাংলাদেশের খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের মল্লিকপাড়ায় মতুয়া ধর্মের হরিচাঁদ গুরুচাঁদ মূর্তি-সহ সনাতন ধর্মাবলম্বীদের দেবদেবীর মূর্তি ভাঙা হয়েছে ৷ অত্যাচার চলেছে সেখানকার মানুষের উপরেও । এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ।" তিনি জানান, এ-বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে । কিন্তু তাঁরা তাতে খুশি নন । তিনি প্রশ্ন তুলছেন, "কেন বারবার এভাবে সংখ্যালঘুরা সে দেশে অত্যাচারিত হবেন ? কেনই বা তাঁদের ধর্মাচরণে বাধা দেওয়া হবে ?"