হালিশহর, 25 জানুয়ারি: হালিশহর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কোনা কলোনিতে CAA এর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন বীজপুরের BJP বিধায়ক শুভ্রাংশু রায় । প্রচার করতে গিয়ে পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ ৷
ঘটনার পর BJP কর্মীরা বীজপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পুলিশকর্মীরা ৷ শুভ্রাংশু রায় পুলিশের কাছে অভিযোগ জানিয়ে সুরাহা চাইলে এক পুলিশ কর্মী বলেন, প্রচারের কোনও অনুমতি ছিল না BJP র কাছে ৷ আগামীকালও প্রচার করা যাবে না ৷
স্থানীয় BJP নেতৃত্ব জানিয়েছে, আজ CAA-এর সমর্থনে তাঁদের কর্মীরা এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন ৷ তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের দেখে কাঁসর ঘণ্টা বাজাতে থাকে ৷ তখন দু'পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় ৷ BJP-র অভিযোগ, তাঁদের মহিলা কর্মীদের গায়ে হাত দেয় তৃণমূলের লোকজন ৷ যদিও তৃণমূলের পালটা অভিযোগ, তারা হামলা চালায়নি ৷ বরং তাদের উপর আক্রমণ করা হয় ৷ তাদের এক কর্মী জখম হয়েছে ৷
থানা থেকে বেরিয়ে ক্ষুব্ধ শুভ্রাংশু জানান, তাঁরা শান্তিপূর্ণভাবেই প্রচার চালাচ্ছিলেন ৷ সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় ৷ স্থানীয় বাসিন্দাদের দেওয়া প্রচারপত্রগুলি কেড়ে নেওয়া হয় ৷ শুভ্রাংশু বলেন, "অমিত শাহকেও এই হামলার কথা জানানো হবে ৷" তাঁর আরও সংযোজন, "পুলিশ এখন রাজ্য সরকারের ডোবারম্যান হয়ে গেছে ৷ BJP ক্ষমতায় আসলে আমি আবার বিধায়ক হব ৷ তখন এই পুলিশদের ছেড়ে কথা বলব না ৷''
ব্যারাকপুর পৌরসভার পর্যবেক্ষক সুবোধ অধিকারীর অভিযোগ, শুভ্রাংশু রায় ও তাঁর লোকজন প্রচারের নামে এলাকায় সন্ত্রাস করছিল ৷ সাধারণ মানুষ এর বিরোধিতা করে ৷ BJP এখন তৃণমূলের নামে দোষ দিচ্ছে ৷"