ব্যারাকপুর, 25 এপ্রিল : "জল্পনা করা মানুষের লক্ষণ । মান-অভিমান তো মানুষ মাত্রই হয় । এখন সামনের দিকে তাকাতে হবে ।" BJP-তে যোগ দেওয়ার জল্পনা প্রসঙ্গে এই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় ।
সম্প্রতি শোনা যাচ্ছিল যে শুভ্রাংশু না কি BJP-তে যোগ দেবেন । তৃণমূলের মিছিল-সভায় তাঁকে খুব একটা দেখা যাচ্ছিল না । এরই মধ্যে তিনি ফেসবুকে একটি পোস্ট করেন । তাতে লেখেন, "কাঁচরাপাড়ায় প্রস্তাবিত রেল কোচ ফ্যাক্টরি তৈরি হলে এবং সেখানে 30 শতাংশ বেকার যুবকদের চাকরি হলেই তিনি BJP-তে যোগ দেবেন । দলত্যাগের জল্পনা এরপর আরও জোরালো হয় । কিন্তু, সেই জল্পনায় গতকাল নিজেই জল ঢাললেন । দীনেশ ত্রিবেদীর সমর্থনে রোড শো-তে যোগ দেন । ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ।
ETV ভারত :আপনাকে এলাকার বাইরে দেখা যাচ্ছে না কেন ?
শুভ্রাংশু :এলাকার বাইরে আমি কোথাও যাচ্ছি না । এলাকায় লিড দেব তারপর অন্য কোথাও যাব । ব্যারাকপুর থেকে সবচেয়ে বেশি লিড দেব ।
ETV ভারত :দলত্যাগ নিয়ে জল্পনা কেন ?