পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Naihati Snatching Incident : নৈহাটিতে ছিনতাইয়ের ঘটনায় ধৃত সাব ইন্সপেক্টর-সহ 2

ব্যবসায়ীর থেকে বলপূর্বক টাকা ছিনতাইয়ের (Naihati Snatching Incident) ঘটনায় গ্রেফতার সাব ইন্সপেক্টর-সহ 2 ৷ ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ৷

Naihati Crime News
নৈহাটিতে ছিনতাইয়ের ঘটনায় ধৃত সাব ইন্সপেক্টর

By

Published : Apr 24, 2022, 7:43 AM IST

নৈহাটি, 24 এপ্রিল : নৈহাটিতে এক লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার বিধাননগর পুলিশ কমিশনারের এসআই নির্ভয় পাণ্ডে-সহ 2 (Sub inspector along with 2 others arrested in Naihati snatching incident) ৷ ধৃতদের শনিবার ব্যারাকপুর আদালতে তোলা হলে এসআই নির্ভয় পান্ডেকে সাতদিনের জেল হেফাজত ও বাকি দু'জনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

20 এপ্রিল বাগুইহাটি থানা এলাকার এক ব্যবসায়ী তন্ময় মণ্ডলকে সস্তায় গম কেনার প্রলোভন দেখিয়ে নদিয়ার কল্যাণীতে আসতে বলেন একজন ব্যবসায়ী । তন্ময়বাবু কল্যাণী পৌঁছলে যারা তাকে আসতে বলে তাদের ফোনে পাওয়া যাচ্ছিল না । দীর্ঘক্ষণ অপেক্ষা করে বেলঘরিয়ার কল্যাণী এক্সপ্রেসওয়েতে কাঁচরাপাড়ার একটি রেস্টুরেন্টে খেতে ঢোকেন ৷ খাওয়ার পরে রেস্টুরেন্ট থেকে বেরোতেই দুটি গাড়িতে এসে 6-7 জন লোক তন্ময়বাবুকে ঘিরে ফেলেন । বলা হয় আপনি দু'নম্বরি ব্যবসা করেন এবং আপনার কাছে কালো টাকা আছে । এরপর তাকে বলপূর্বক গাড়িতে তুলে ব্যারাকপুরের দিকে রওনা দেয় । বেলঘরিয়া কল্যাণী এক্সপ্রেসওয়েতে নৈহাটি থানা এলাকায় রাজেন্দ্রপুর ব্লাইন্ড স্কুলের সামনে গাড়িটি ট্রাফিক জ্যামে পড়লে সুযোগ বুঝে তন্ময়বাবু বাঁচাও বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করেন । স্থানীয় কিছু লোকজন চিৎকার শুনে গাড়িটি ঘিরে ফেলে । সুযোগ বুঝে অপর একটি গাড়ি করে বাকিরা পালিয়ে যায় । এর মধ্যে দু'জনকে ধরে ফেলে স্থানীয় লোকজন নৈহাটি থানার পুলিশের হাতে তুলে দেয় ।

আরও পড়ুন :Ashoknagar walls threat: বাড়ির দেওয়ালে খুনের হুমকি-সহ অশ্রাব্য ভাষায় কটূক্তি, ঘুম উড়েছে এলাকাবাসীর

এই ঘটনায় নৈহাটি থানায় ছ'জনেরও বেশি ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন তন্ময়বাবু । জিজ্ঞাসাবাদে তিনি জানান, নির্ভয় পাণ্ডে নামে একজন পুলিশ অফিসার এদের মধ্যে আছেন । তন্ময়বাবুর কাছে সাত লক্ষ টাকা ছিল । গাড়ির মধ্যে এক লক্ষ টাকার 500 টাকার দুটি বান্ডিল ছিনিয়ে নেওয়া হয় (Crime in Naihati) ।

এরপর তদন্তে নেমে নৈহাটি থানার পুলিশ ব্যারাকপুর লাটবাগান পুলিশ লাইন থেকে নির্ভয় পাণ্ডেকে গ্রেফতার করে । তবে এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হলেও আরও কয়েকজন জড়িত থাকার প্রমাণ মিলেছে । ধৃত দু'জনকে নিজেদের হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি চালাবে পুলিশ । তবে এই ঘটনায় একজন পুলিশের নাম জড়িয়ে যাওয়ায় চরম অস্বস্তিতে পুলিশ মহল । ইদানীং পুলিশ কর্মীদের বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার খবরের সংখ্যা বাড়ছে । গত মার্চ মাসে বেলঘরিয়া থানার বেশ কয়েকজন অফিসারের বিরুদ্ধে সোনা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে । তড়িঘড়ি তাদের বিভাগীয় তদন্তের নির্দেশ দেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা ৷

আরও পড়ুন :Protest by Road Blocking : বেলঘরিয়া-কল্যাণী এক্সপ্রেসওয়েতে সাবওয়ের দাবিতে পথ অবরোধ ভাটপাড়ায়

ABOUT THE AUTHOR

...view details