পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরীক্ষায় বসতে না দেওয়ার প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে তাণ্ডব ছাত্রী-অভিভাবকদের! দেখুন ভাইরাল ভিডিয়ো - ভাইরাল ভিডিয়ো

Students Threatened Head Mistress: উপস্থিতির হার কম থাকলেও পরীক্ষায় বসতে দিতে হবে ৷ এমনই দাবি করে প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে রীতিমতো হুমকি দিল ছাত্রী ও তাদের অভিভাবকরা ৷ সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল ৷

Etv Bharat
প্রধান শিক্ষিকার ঘরে ছাত্রী ও অভিভাবকদের তাণ্ডবের ভাইরাল মুহূর্ত

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 9:09 PM IST

প্রধান শিক্ষিকার ঘরে ছাত্রী ও অভিভাবকদের তাণ্ডবের ভাইরাল ভিডিয়ো

দক্ষিণেশ্বর, 21 নভেম্বর:'টেস্টে বসতে দেবে না, এ কোন অসভ্যতামি….!' স্কুলের প্রধান শিক্ষিকাকে ঠিক এই ভাষায় তিরস্কার স্কুল পড়ুয়ার-অভিভাবকদের । প্রধান শিক্ষিকার এই অসম্মানজনক পরিস্থিতির নেপথ্যের কারণ জানা যাক..

উপস্থিত হার কম থাকায় উচ্চ শিক্ষা সাংসদের নিয়ম মেনে একাদশ শ্রেণির 6 ছাত্রীকে টেস্ট পরীক্ষায় বসার অনুমতি দেয়নি স্কুল কর্তৃপক্ষ । তার জেরে একেবারে দলবল নিয়ে প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে দাদাগিরির অভিযোগ উঠল ছাত্রী ও অভিভাবকদের একাংশের বিরুদ্ধে । শিক্ষাঙ্গনে এমনই বেনজির ঘটনার সাক্ষী থাকল দক্ষিণেশ্বর শ্রী শ্রী সারদাদেবী বালিকা বিদ্যামন্দির । প্রধান শিক্ষিকা দীপান্বিতা মুখোপাধ্যায়কে রীতিমতো আঙুল উঁচিয়ে হুমকি দেওয়া হয় । ভাইরাল সেই ভিডিও।

জানা গিয়েছে, যে 6 ছাত্রীকে এবছর একাদশ শ্রেণির টেস্ট পরীক্ষায় বসতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ । তাঁদের ক্লাসে উপস্থিতির হার মেরে কেটে 4 থেকে 5 দিন । ফলে উচ্চ শিক্ষা সংসদের নিয়ম মেনেই এই ছয় ছাত্রীকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়নি । স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানতে পেরে শুধু পড়ুয়া নয়, অভিভাবকরাও ঢুকে পড়েন প্রধান শিক্ষিকার ঘরে । সন্তানদের সামনেই প্রধান শিক্ষিকা দীপান্বিতা মুখোপাধ্যায়ের ঘরে ঢুকে তাঁরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন । এমনকী, প্রধান শিক্ষিকার চেয়ারে বসে পড়ে এক ছাত্রী বলে অভিযোগ । বেপরোয়া ছাত্রী গোট ঘটনা মোবাইল বন্দিও করে ।

প্রধান শিক্ষিকা তাঁদের বোঝানোর চেষ্টা করছেন, "4-5 দিন ক্লাস করে কী করে কেউ পরীক্ষায় বসতে পারে ?" কিন্তু সেই কথা কানে আসতেই চিৎকার করতে করতে প্রধান শিক্ষিকার দিকে ধেয়ে আসে ওই ছাত্রী ও তাঁর অভিভাবক ।

কামারাহাটির বিধায়ক মদন মিত্রর এলাকায় এই স্কুল । বিষয়টি নিয়ে মদন মিত্র বা দলীয় কোন নেতার প্রতিক্রিয়া মেলেনি। অন‍্যদিকে, বিষয়টি নিয়ে সরব হয়েছে সিপিএম ও বিজেপি । এই নিয়ে সিপিএমের জেলা নেতা প্রদীপ মজুমদার বলেন,"তৃণমূলের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা আরও একবার প্রমাণ করে দেয় রাজ্যে শিক্ষায় শাসকদলের অপসংস্কৃতি এবং অপসাশন চলছে । তাই শিক্ষাঙ্গনে দাদাগিরি ছাড়া আর কী দেখবে বাংলার মানুষ ! তৃণমূল সরকারের থেকে এর বেশি কিছু আশা করা যায় না ।" একই সুর শোনা গিয়েছে স্থানীয় বিজেপি নেতা কিশোর করের গলাতেও । তাঁর কথায়,"তৃণমূল সরকারের আমলে রাজ‍্যের শিক্ষাব্যবস্থা তলানিতে এসে ঠেকেছে ।"

ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্কুল থেকে বেপাত্তা হয়ে যান অভিভাবক এবং বিক্ষোভরত পড়ুয়াদের একাংশ । স্কুল কর্তৃপক্ষও বিষয়টি স্কুলের সম্পূর্ণ নিজস্ব ব‍্যাপার বলে এড়িয়ে যায় ।

আরও পড়ুন :

1 6 শিক্ষককে শো-কজ করে হুমকির মুখে স্কুল পরিদর্শক

2চলতি মাসেই স্কুল পড়ুয়াদের স্টেট অ্যাসেসমেন্ট সার্ভে পরীক্ষা, দিন ঘিরে প্রশ্ন

ABOUT THE AUTHOR

...view details