পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 4, 2022, 8:15 PM IST

ETV Bharat / state

TMCP Barasat: মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে মদের আসর, প্রতিবাদ করায় ছাত্রনেতাকে মারধর

স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের কোনও পদে না-থাকলেও কলেজে ইউনিয়ন রুমে নেত্রীর ছবির সামনে মদ্যপানের বিষয়টি মেনে নিতে পারেননি(TMCP Barasat)৷ প্রতিবাদ করতেই জুটল মার ৷ এমনকি চোখ নষ্ট করে দেওয়ারও অভিযোগ তুললেন দলেরই একাংশের বিরুদ্ধে ৷

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে মদের আসর বসানোর প্রতিবাদ করায় ছাত্রনেতাকে মারধর

বারাসত, 4 নভেম্বর: কলেজ ইউনিয়ন রুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনেই মদের আসর টিএমসিপির ৷ আর সেই ঘটনার প্রতিবাদ করে দলেরই একাংশের হাতে আক্রান্ত হতে হল ছাত্রনেতাকে(Student Leader Allegedly Beaten Up for Protesting Against Drinking in College)। মারধর করার পাশাপাশি তাঁর চোখ নষ্টের চেষ্টার অভিযোগও উঠেছে ৷ এই ঘটনাকে ঘিরেই শুক্রবার সরগরম হয়ে ওঠে বারাসত কলেজ । আক্রান্ত ওই ছাত্রনেতার নাম নবকিশোর মণ্ডল ।

ঘটনার পরই আক্রান্ত ছাত্র বারাসত থানায় অভিযোগ দায়ের করে(Barasat TMCP)। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ । ফলে বাধ‍্য হয়ে সোশাল মিডিয়ায় গোটা ঘটনাটি তুলে ধরেন নবকিশোরের ঘনিষ্ঠরা । তারপর থেকেই ফোনে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হচ্ছে বলে জানান ওই ছাত্র নেতা । এর জেরে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি । যদিও অভিযুক্তদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি । তবে ইউনিয়ন রুমে মদের আসর বসে থাকলে তার যথাযথ ব‍্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শাসকশিবির ।

সোশাল মিডিয়ার পোস্ট
আরও পড়ুন : ছাত্রনেতাদের জন্য বেঁধে দেওয়া হতে পারে বয়সসীমা, জল্পনা শুরু তৃণমূলে

আক্রান্ত নবকিশোর মণ্ডলের বাড়ি কলেজ সংলগ্ন এলাকায় । 2017 সালে বারাসত কলেজ থেকেই স্নাতক স্তরে উত্তীর্ণ হন তিনি ৷ সেই সময় কলেজের ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদকও ছিলেন । এখন অবশ্য টিএমসিপি দলের কোনও পদে না থাকলেও সংগঠনের একনিষ্ঠ কর্মী হিসেবেই পরিচিত নবকিশোর । তারপরও প্রিয় ছাত্র সংগঠনের দলের একাংশের হাতে তিনি নিগৃহীত ও আক্রান্ত হওয়ায় কার্যত মুষড়ে পড়েছেন । প্রশ্ন তুলছেন দল করে তাহলে লাভ কী হল ? দল না করলে এই দুর্দিন তো দেখতে হত না ?

ভাইফোঁটার রাতে কলেজের উলটো দিকে 34 নম্বর জাতীয় সড়কের ধারে একটি দোকানে দাঁড়িয়েছিলেন নবকিশোর । তখনই টিএমসিপির পরিচিত কয়েকজন তাঁকে ইউনিয়ন রুমে নিয়ে যেতে জোড়াজুড়ি শুরু করে । তিনি তখন না গেলেও পরে কলেজ ইউনিয়ন রুমে প্রবেশ করতেই চক্ষু চড়কগাছ হয়ে ওঠে ওই ছাত্র নেতার । তিনি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনেই বহিরাগতদের এনে মদের আসর বসিয়েছে টিএমসিপির কয়েকজন সদস্য । সেই দৃশ্য দেখে নবকিশোর পকেট থেকে মোবাইল বের করতেই মদ‍্যপকারীদের সন্দেহ হয় তিনি হয়ত ঘটনাটি ক‍্যামেরাবন্দি করতে চাইছেন । আর সেই সন্দেহের বশে তাঁর ওপর আক্রমণ নেমে আসে বলে অভিযোগ নবকিশোরের । আক্রমণে গুরুতর জখম হন ওই ছাত্র নেতা । সেই অবস্থায় টিএমসিপির নেতাদের কাছে বিচার চাইতে গেলে তিনি কোনও সাহায্য পাননি বলেও অভিযোগ করেছেন ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে মদের আসর বসানোর প্রতিবাদ করায় ছাত্রনেতাকে মারধর

আরও পড়ুন :মাইক বাজানোর প্রতিবাদে দমদমে আক্রান্ত তৃণমূল নেতা

এই বিষয়ে আক্রান্ত ছাত্র নেতা নবকিশোর মণ্ডল বলেন,"ঘটনার পর সংগঠনের নেতাদের কোনও সাহায্য না পেলেও পরিচিত কয়েকজন এগিয়ে এসে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় আমাকে । সেখান থেকে স্থানান্তরিত করা হয় বারাসত হাসপাতালে । একদিন সেখানেই ভরতি ছিলাম । হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বারাসত থানায় নির্দিষ্ট নাম দিয়ে অভিযোগ দায়ের করি । কিন্তু তারপরও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি । উলটে সোশাল মিডিয়ায় কেন ঘটনার বিবরণ দেওয়া হয়েছে তা নিয়ে অনবরত হুমকি এবং গালিগালাজ দেওয়া হচ্ছে । ফলে মানসিকভাবে ভেঙে পড়েছি ।"

যদিও ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বারাসত থানার পুলিশ ।

আরও পড়ুন :ছাত্রছাত্রীরাই জাতির ভবিষ্যৎ, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতা ও অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details