বারাসত, 7 ডিসেম্বর: পরীক্ষা শেষ হতেই স্কুলের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক পড়ুয়ার (Student Admitted to Hospital After Jumping off School Verandah) ! ঘটনাটি ঘটেছে বারাসত কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ৷ আহত নবম শ্রেণির পড়ুয়া রশ্মি বিষ্ণু ৷ মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়ে বারাসত জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে ৷ ঘটনাকে ঘিরে বুধবার শোরগোল পড়ে যায় বারাসত কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ৷
পুলিশ সূত্রে খবর, নবম শ্রেণীর ওই পড়ুয়া বেশকিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ৷ সেই কারণে তাঁর এই পদক্ষেপ নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ জানা গিয়েছে, এদিন স্কুলে নবম শ্রেণির ভূগোল পরীক্ষা ছিল ৷ দুপুর দু’টো নাগাদ পরীক্ষা শেষ হতেই সবার অলক্ষ্যে সে স্কুলের দোতলার বারান্দায় চলে যায় ৷ তারপরেই ঘটে এই কাণ্ড ! উপর থেকে কিছু পড়ার আওয়াজ পেয়ে স্কুলের শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা ছুটে আসেন ৷ তাঁরা স্কুলের খোলা জায়গায় রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে পড়ে থাকতে দেখেন রশ্মিকে ৷
তড়িঘড়ি রশ্মি বিষ্ণুকে উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ রশ্মির মাথায় এবং পায়ে আঘাত লাগলেও চিকিৎসার পর আপাতত সে স্থিতিশীল রয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে ৷ ঘটনায় স্তম্ভিত ও হতবাক হয়ে গিয়েছেন স্কুলের শিক্ষিকারা ৷ স্কুল সূত্রে খবর, কয়েকদিন ধরেই তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা গিয়েছিল ৷ সেই কারণে আজ রশ্মির মা'কে স্কুলে ডাকা হয়েছিল ৷ কিন্তু মায়ের সঙ্গে কথা বলার আগেই এই ঘটনা ঘটে যায় ৷