পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিউ কয়লাঘাটে মৃত রেল আধিকারিকের দেহ পৌঁছাল বরানগরের বাড়িতে - strand road fire

স্ট্র্য়ান্ডরোডে রেলের বহুতল অফিসে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয়েছে নয়জনের ৷ তাঁদের মধ্যে একজন রেলের আধিকারিক ছিলেন ৷ আজ তাঁর দেহ বাড়িতে পৌঁছাতেই আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তুললেন অভিযোগ ৷ তাঁদের দাবি, অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরেও উচ্চ কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে অফিসে 13 তলায় যেতে হয় ৷ ফলে দম বন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর ৷

নিউ কয়লাঘাটে মৃত রেল আধিকারিকের দেহ পৌঁছাল বরানগরের বাড়িতে
নিউ কয়লাঘাটে মৃত রেল আধিকারিকের দেহ পৌঁছাল বরানগরের বাড়িতে

By

Published : Mar 9, 2021, 6:25 PM IST

বরানগর, 9 মার্চ : নিউ কয়লাঘাটে মৃত রেল আধিকারিকের দেহ পৌঁছাল বরানগরের বাড়িতে । গতকাল সন্ধেয় স্ট্র্যান্ড রোডের পূর্ব রেলের অফিসে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয় মোট নয়জনের ৷ তার মধ্যে ছিলেন রেলের ডেপুটি সিসিএম পার্থসারথি মণ্ডল ৷ আজ সকালে তাঁর দেহ এসে পৌঁছায় বরানগরের শ্রীমানী পাড়ার বাড়িতে ৷ দেহ বাড়িতে পৌঁছালে সেখানে আসেন বিধায়ক তাপস রায় ৷ পরিবারের সঙ্গে দেখা করেন তিনি ৷

এদিকে, ঘটনায় মৃত রেল আধিকারিকের প্রতিবেশীরা নানান অভিযোগ তুলেছেন ৷ এক প্রতিবেশীর অভিযোগ, গতকাল যখন ওই অফিসের 13 তলায় আগুন লাগে, তখন তাঁর ছুটি হয়ে গিয়েছিল । বাড়ি ফেরার জন্য তিনি রওনাও দিয়েছিলেন ৷ কিন্তু সেই সময় কর্তৃপক্ষের নির্দেশে তিনি পুনরায় অফিসে যান ৷ 13 তলায় যেখানে আগুন লেগেছিল সেই জায়গার অবস্থা খতিয়ে দেখেন ৷ সেইসময়ই দমবন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন, ম্যাপ দেওয়া হয়নি দমকলকে, আগুন নিয়ে মমতার অভিযোগ মেনে নিল রেল

স্ট্র্য়ান্ড রোডে রেলের বহুতল অফিসে আগুন লাগার ঘটনায় নানান প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের ম্যাপ নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ রাজ্য সরকারের দাবি, সঠিক সময় যদি সংশ্লিষ্ট বহুতলের ম্যাপ হাতে পেতেন দমকলকর্মীরা , তাহলে মৃত্যুর ঘটনা এড়ানো যেত ৷ ঘটনায় কার্যত রেলমন্ত্রককেই দুষেছেন মুখ্যমন্ত্রী ৷ মুখ্যমন্ত্রীর এই অভিযোগ মেনেও নিয়েছে রেল ৷ ম্যাপ যে দেওয়া হয়নি, সেটা মেনে নিয়ে রেল জানিয়েছে, ম্যাপ সেই মুহূর্তে পাওয়া না-গেলেও রেলের আধিকারিকরা ঘটনাস্থানে উপস্থিত ছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details