বসিরহাট, 1 মে: নিয়োগ দুর্নীতি কাণ্ড হোক কিংবা কয়লা বা গরু পাচার । একের পর এক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী এবং বিধায়ক । তাঁদের ঠিকানা এখন জেল । সেই পরিস্থিতিতে দুর্নীতির আঁচ এতটুকু গায়ে লাগতে দেননি শাসকদলেরই পঞ্চায়েত প্রধান সুপর্ণা দাস। উপরন্তু সংসার টানতে বিড়ি বাঁধেন ৷ জানা গিয়েছে, আবাস যোজনায় ঘর পেলেও তা ফিরিয়ে দিয়েছেন।
এলাকার গরিব মানুষদের কথা ভেবে আবাস যোজনার ঘর পেয়েও সেই ঘর ফিরিয়ে দিয়েছেন সূপর্ণা দাস । তাই অন্যের উপকার করতে গিয়ে আজ তাঁকেই পরিবার নিয়ে থাকতে হচ্ছে ত্রিপল দেওয়া কুঁড়েঘরে । এমনই অনন্য দৃষ্টান্ত স্থাপন করে রীতিমতো প্রশংসা কুড়িয়েছেন নিমদাঁড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপর্ণা দাস । স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করেন সুপর্ণা অন্য পঞ্চায়েত প্রধানদের কাছে অনুপ্রেরণা।
উত্তর 24 পরগনার বসিরহাটের নিমদাঁড়িয়া-কোদালিয়া পঞ্চায়েতের প্রধান পদে 5 বছর ধরে রয়েছেন সুপর্ণা দাস । 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে জেতার পর 5 বছর ধরে পঞ্চায়েত প্রধানের দায়িত্ব পালন করে চলেছেন ৷ সেই থেকেই নিষ্ঠার সঙ্গে এলাকার মানুষের জন্য নিরলস কাজ করে চলেছেন সুপর্ণা দেবী । স্বামী নিত্য দাসের সামান্য একটি সেলুনের দোকান রয়েছে । তা দিয়ে কোনওরকমে 4 জনের সংসার চলে ।
পরিবারে নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা । তার উপর দুই সন্তানের লেখাপড়ার খরচ চালাতে গিয়ে হিমশিম খাওয়ার জোগাড় । তাই,সংসারের হাল ধরতে বিড়ি বাঁধার কাজে নামতে হয়েছে সুপর্ণাকে-ও। সংসারে অভাব থাকলেও, বাড়তি কোনও সুযোগ সুবিধা নেননি তিনি । এখনও পরিবার নিয়ে বসবাস করেন ত্রিপল টাঙানো ঝুপড়ি ঘরেই ।