50 টন নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত এসটিএফের আমডাঙা, 30 অগস্ট: দত্তপুকুরে বিস্ফোরণের আতঙ্ক কাটেনি এখনও। তারই মধ্যে ট্রাকে করে বাজি পাচারের চেষ্টা। মঙ্গলবার রাতে পাচারের পর্দাফাঁস করল বেঙ্গল এসটিএফ। এসটিএফ সূত্রে খবর, আমডাঙা থেকে 3টি ট্রাকে নিষিদ্ধ বাজি নিয়ে যাওয়া হচ্ছিল। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে, ঘোলা এলাকায় বাজেয়াপ্ত হয়েছে 2 ট্রাক নিষিদ্ধ শব্দবাজি। ঘটনায় গ্রেফতার দু'জন। আমডাঙা ও ঘোলা দু'জায়গায় মিলিয়ে মোট 50 টন নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশের এসটিএফ।
এসটিএফ সূত্রে দাবি করা হয়েছে, বাজেয়াপ্ত হওয়া শব্দবাজির আনুমানিক মূল্য কমবেশি 30 লক্ষ টাকা। দত্তপুকুরে বিস্ফোরণের পর বাজি পাচার করা হচ্ছিল বলে অনুমান এসটিএফের। সূত্রের খবর, মঙ্গলবার গোপন সূত্রে তাঁদের কাছে খবর আসে আমডাঙার বেড়াবেড়ি এলাকার একটি পার্কিংলটে তিনটি ট্রাক দাঁড়িয়ে রয়েছে। যেগুলোর গতিবিধি সন্দেহজনক। খবর পেয়ে এসটিএফের আধিকারিকরা হানা দেন সেখানে। আর তাতেই নিষিদ্ধ বাজি পাচারের পর্দাফাঁস হয়।
এদিন ঘোলা থানার সাজিরহাটেও দু'টি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে বেঙ্গল এসটিএফ। কোথা থেকে বিপুল এই শব্দবাজি ট্রাকে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে কি উদ্দেশ্য রয়েছে তারও তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে পার্কিংলটের মালিক মহম্মদ আলি বলেন, "ট্রাকের ভিতরে বাজি রয়েছে তা আগে জানতাম না। গাড়ির মালিক বলল পার্কিং করবে। গাড়ির কাগজপত্র রয়েছে। তাই, গাড়ি রাখতে দিয়েছি। সোমবার রাতে পার্কিং করা হয়েছিল। মঙ্গলবার রাতে পার্কিং থেকে গাড়ি বের করে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই গাড়িটি আটকায় এসটিএফ ।"
দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণে 9 জনের মৃত্যুর পর হুঁশ ফিরেছে পুলিশের। বেআইনি বাজি কারবার বন্ধ করতে দত্তপুকুর, বারাসত-সহ তার আশেপাশে তল্লাশি অভিযান চলছে পুলিশের তরফে। সেই সঙ্গে কড়া নজরদারিও শুরু হয়েছে। সম্প্রতি, দত্তপুকুরের মোচপোল, কাঠুরিয়া-সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় 12 হাজার কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া বাজি 5-6টি গাড়ি করে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায়।বেআইনি বাজি কারবারের হদিশ পেতে একদিকে যেমন তল্লাশি অভিযান চলছে, তেমনই দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে এফআইআর-এ নাম থাকা রমজান আলি ওরফে কালোর খোঁজও শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:মোচপোল যেন জতুগৃহ! কেরামতের আরও একটি রাসায়নিক ভরতি গুদামের হদিশ মিলল