বাদুড়িয়া, 29 মে: অভিযান চালিয়ে এক কোটিরও বেশি টাকার মাদক বাজেয়াপ্ত করল স্পেশাল টাস্ক ফোর্স । ঘটনায় দুই যুবককে ধরা হয়েছে হাতেনাতে । ধৃত দুই যুবকের নাম নাসিরুদ্দিন গাজি ও অতনু সাহা। সূত্রের খবর, সোমবার ভোররাতে উত্তর 24 পরগনার একটি নিম্ন বুনিয়াদি স্কুলের সামনে থেকে ওই দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ । বিপুল টাকার নিষিদ্ধ মাদক উদ্ধারের পাশাপাশি ধৃতদের কাছ থেকে মিলেছে নগদ 30 হাজার টাকা এবং একটি বাইকও । বাজেয়াপ্ত করা হয়েছে দুটি মোবাইল ফোনও । প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, এই নিষিদ্ধ মাদক পাচারের উদ্দেশ্যেই ওই দুই যুবক জড়ো হয়েছিল সেখানে । কিন্তু তার আগেই সেই পরিকল্পনা ভেস্তে যায় এসটিএফের অভিযানে । ঠিক কোথায় পাচারের ছক ছিল ধৃতদের তা জেরা করে জানার চেষ্টা করছে তদন্তকারীরা ।
আরও পড়ুন:কাঁধের ব্যাগে 70 লক্ষের হেরোয়িন ! হাজতে তরুণী
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে তিন কেজি মাদক উদ্ধার করে বেঙ্গল এসটিএফ । সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল পাঁচজনকে । দুটি গাড়ির ভিতর থেকে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করেছিলেন বেঙ্গল এসটিএফের আধিকারিকরা । মেদিনীপুর থেকে সেই মাদক গাড়িতে করে আনা হচ্ছিল বলে জানানো হয়েছিল এসটিএফের তরফে । তার ক'দিন আগেই কলকাতা থেকে মাদক সমেত দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । সেই সময় তাঁদের কাছ থেকেও এক কেজি হেরোইন এবং নগদ 2 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল ।