পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Statue of Eminent Personalities: ধুলো আর বিষ্ঠায় ঢাকছে মনীষীদের মূর্তি ! ক্ষুব্ধ বারাসত - Barasat

বারাসত (Barasat) শহরের আনাচে-কানাচে রয়েছে মণীষীদের অসংখ্য মর্মর মূর্তি (Statue of Eminent Personalities) ৷ রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলির বেহাল দশা ৷ ঘটনায় সরব শহরবাসী ৷ কাঠগড়ায় পৌরপ্রশাসন ৷ সমালোচনা বিজেপির ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 16, 2022, 6:25 PM IST

ধুলো আর বিষ্ঠায় ঢাকছে মনীষীদের মূর্তি ! ক্ষুব্ধ বারাসত

বারাসত, 16 ডিসেম্বর:প্রতিশ্রুতির পরও ফিরে তাকায়নি পৌরসভা ৷ পরিচর্যার অভাবে দিনের পর দিন অবহেলায় পড়ে থেকে ধুলোর আস্তরণে মুখ ঢেকেছে মহান বিপ্লবী ও মনীষীদের মর্মর মূর্তিগুলি ৷ ঘটনায় ক্ষুব্ধ বারাসতবাসী ৷ প্রশ্ন উঠছে পৌরসভার (Barasat Municipality) ভূমিকা নিয়ে ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই মূর্তিগুলি পরিষ্কার করে যথাযথ মর্যাদা দেওয়া হোক ৷ দ্রুত সেই কাজ শুরু করা হবে বলে আশ্বাসও দিয়েছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান ৷ অন্যদিকে, সমালোচনার সুর চড়িয়েছে বিরোধী বিজেপি ৷

150 বছরেরও অধিক প্রাচীন বারাসত (Barasat) শহরের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ইতিহাস ৷ এই শহরেই একসময় মহান বিপ্লবী এবং নমস্য মনীষীদের পায়ের ধুলো পড়েছিল ৷ সেই মহান ইতিহাসের সাক্ষীস্বরূপ শহরের নানা প্রান্তে মণীষীদের একাধিক মর্মর মূর্তি স্থাপন করা হয় ৷ ঘটা করে সেসবের উদ্বোধন করা হলেও নিয়মিত সেগুলির যত্ন নেওয়া হয় না ৷ ক্ষমতায় আসার পর বারাসত পৌরসভার তৃণমূল পরিচালিত নয়া বোর্ড প্রতিশ্রুতি দিয়েছিল, মাসে অন্তত দু'বার করে শহরের এই মূর্তিগুলি পরিষ্কার, পরিচ্ছন্ন করা হবে ৷ কিন্তু, সেই প্রতিশ্রুতিই সার ৷ বাস্তবে তেমন কোনও উদ্যোগই পৌর কর্তৃপক্ষ নেয়নি বলে অভিযোগ ৷

আরও পড়ুন:জানুয়ারিতে শুরু শিশুদের টিকাকরণ, প্রশিক্ষিত কর্মীর অভাব ভাবাচ্ছে কলকাতা পৌরনিগমকে

মিলন বিশ্বাস নামে এলাকার এক বাসিন্দা এই প্রসঙ্গে বলেন, "ভোট এলেই শুধু মূর্তিগুলির কথা মনে পড়ে রাজনৈতিক দলগুলির ৷ কিন্তু,ভোট মেটার পর আর কোনও প্রতিশ্রুতি পালন হয় না ৷ এভাবে বিপ্লবী, মণীষীদের অমর্যাদা করা কখনই ঠিক নয় ৷ তাঁদের যথাযথ মর্যাদা দেওয়া উচিত পৌরসভার ৷ এটা বর্তমান শাসকদলকেই দেখতে হবে ৷"

একই সুর শোনা গিয়েছে কৃশানু ঘোষ দস্তিদার নামে আর এক বাসিন্দার গলাতেও ৷ তাঁর কথায়, "স্বাধীনতা সংগ্রামী এবং মণীষীদের ইতিহাস আজকের প্রজন্মের কাছে আদর্শ ৷ তাঁদের লড়াই, সংগ্রামী জীবনের থেকে অনেক কিছু শেখার রয়েছে আমাদের ৷ অথচ, বারাসতের মতো ঐতিহ্যবাহী শহরে তাঁদের মর্মর মূর্তিগুলি অবহেলায় পড়ে রয়েছে ৷ এটা শুনলেও খারাপ লাগে ৷ পৌরসভার উচিত, মূর্তিগুলির সঠিক পরিচর্চা করে তাঁদের যথাযথ মর্যাদা দেওয়া ৷ না হলে ভাবী প্রজন্মের কাছে ভুল বার্তা যেতে পারে ৷"

এদিকে, বিষয়টি নিয়ে শাসকদলকে নিশানা করেছে গেরুয়াশিবির ৷ স্থানীয় বিজেপি নেতা প্রতীপ চট্টোপাধ্যায় বলেন, "বিপ্লবী, মণীষীদের সন্মান দিতে জানে না তৃণমূল ৷ তাদের থেকে আমরা এটা আশাও করি না ৷ তা না হলে মুখ্যমন্ত্রীর পায়ের নীচে মহাত্মা গান্ধির ছবি থাকতে পারে ! এটা তৃণমূলেই সম্ভব ! বারাসত পৌরসভা কী করবে, তা আমরা জানি না ! কিন্তু, আগামী দিনে আমরা দলীয়ভাবে সমস্ত বিপ্লবী এবং মণীষীদের যথাযথ মর্যাদা দেব ৷"

অন‍্যদিকে, অস্বস্তির মুখে পড়ে বিষয়টি নিয়ে সাফাই দিয়েছেন বারাসত পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা স্থানীয় তৃণমূল নেতা তাপস দাশগুপ্ত ৷ তিনি বলেন, "বিপ্লবী, মনণীষীদের অমর্যাদা করার কোনও প্রশ্নই ওঠে না ৷ খুব শীঘ্রই তাঁদের মর্মর মূর্তিগুলির পরিচর্যার কাজে হাত দেব আমরা ৷ এর জন্য দু'জন সাফাইকর্মীকে ইতিমধ্য়েই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে ৷ আশা করছি, দ্রুত সেই কাজ শুরু করা হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details