পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত সিদ্দিকুল্লা চৌধুরী , অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - relief material

হামলার ক্ষোভে ফেটে পড়েন সিদ্দিকুল্লা চৌধুরী । তিনি বলেন ," প্রায় 40 বছর ধরে জমিয়ত-উলামা-এ-হিন্দ ত্রাণ সামগ্রী দিয়ে আসছে ৷ ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে গিয়ে একজন মন্ত্রীর উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা, ভাবাই যায় না । আমরা কোন রাজ্যে বাস করছি ৷"

siddiqullah Chowdhury
siddiqullah Chowdhury

By

Published : Jul 17, 2021, 2:54 PM IST

Updated : Jul 21, 2021, 11:00 AM IST

সন্দেশখালি , 17 জুলাই : সন্দেশখালিতে ত্রাণ দিতে আক্রান্ত জমিয়ত-উলামা-এ-হিন্দের রাজ্য সভাপতি তথা গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । তাঁর গাড়ি ভাঙচুর এবং ত্রাণ সামগ্রী লুটপাটের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে । নাম জড়িয়েছে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং সফিকুল ইসলামের । অভিযোগ, তাদের মদতে পুলিশের সামনে সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মীরা ৷ এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি শেখ সাজাহান কিংবা সফিকুল ইসলামের ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ত্রাণ সামগ্রী নিয়ে যশ বিধ্বস্ত উত্তর 24 পরগনার সন্দেশখালিতে যাচ্ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । সঙ্গে ছিলেন জমিয়ত-উলামা-এ-হিন্দের কর্মী-সমর্থকরা । সন্দেশখালির সরবেড়িয়া পেট্রল পাম্পের কাছে মন্ত্রীর কনভয় পৌঁছাতেই স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহাজানের অনুগামীরা তাঁর গাড়ি আটকায় বলে অভিযোগ । কয়েকশো কর্মী সমর্থক মন্ত্রীর গাড়ি ঘেরাও করে রাখে ।

মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী এবং পুলিশ কর্মীরা বোঝানোর চেষ্টা করলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ । উল্টে পুলিশের সামনেই মন্ত্রীকে নিগৃহীত করা হয় এবং তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ মন্ত্রীকে বাঁচাতে গিয়ে জখম হন জমিয়ত-উলামা-এ-হিন্দের কয়েকজন কর্মীও ৷ শুধু তাই নয়, হামলাকারীরা ত্রাণ সামগ্রীও লুট করে নিয়ে যায় বলে অভিযোগ । পরে, বসিরহাট থেকে পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় ।

এদিকে, ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন সিদ্দিকুল্লা চৌধুরী । তিনি বলেন , " প্রায় 40 বছর ধরে জমিয়ত-উলামা-এ-হিন্দ ত্রাণ সামগ্রী দিয়ে আসছে ৷ ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে গিয়ে একজন মন্ত্রীর উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা, ভাবাই যায় না । আমরা কোন রাজ্যে বাস করছি ৷ স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত প্রধান শেখ শাহাজানের মদতেই হামলা চালানো হয়েছে । হামলাকারীদের হাতে তৃণমূলের ঝান্ডা ছিল । আমি তাদের বোঝানোর চেষ্টা করি ত্রাণ দিতে অসুবিধে কোথায় ৷ উল্টে তারা আমাকে বলে কোনও মন্ত্রীর এখানে ত্রাণ দেওয়া যাবে না ৷ এখানে যা কিছু করা হবে তা শেখ শাহাজান নিজেই করবে । "

জমিয়ত-উলামা-এ-হিন্দের চিঠি

তিনি আরও বলেন, " আমাকে ধাক্কা দেওয়া হয়, গালিগালাজ করা হয়, অসম্মানের কিছুই বাদ রাখেনি হামলাকারীরা ৷ তৃণমূলের ঝান্ডা হাতে যারা হামলা চালাল, তারা কিভাবে তৃণমূল দলের সঙ্গে যুক্ত থাকতে পারে? এরা তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করছে ৷ "

আরও পড়ুন : নজরে সৌন্দর্যায়ন, গাছের গায়ের ফ্লেক্স খোলার কাজ শুরু বনগাঁয়

বসিহাটের এসডিপিও-কে ফোন করে গোটা ঘটনাটি জানানো হলেও তিনি নিরাপত্তার ব্যবস্থা করেননি বলেও অভিযোগ করেছেন সিদ্দিকুল্লা চৌধুরী । এদিকে তৃণমূল নেতা শেখ শাজাহানের কোনও প্রতিক্রিয়া মেলেনি । জেলা তৃণমূল নেতৃত্বও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে ৷ অন্যদিকে, সংগঠনের রাজ্য সভাপতি ও মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর উপর হামলার ঘটনার নিন্দা করেছে জমিয়ত-উলামা-এ-হিন্দের রাজ্য কমিটি । প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তাঁরা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ।

Last Updated : Jul 21, 2021, 11:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details