বাগদা, 29 নভেম্বর: নদিয়ায় পথ দুর্ঘটনায় বাগদার স্বজনহারা অভিভাবকহীন পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ সেই সঙ্গে প্রশাসনের তরফে মৃত 18 জনের পরিবারের হাতে আর্থিক সাহায্য হিসেবে 2 লক্ষ টাকার চেক (State Government Provides Financial Help) তুলে দিলেন তিনি ৷ গতকাল সন্ধ্যায় বাগদার পারমদন এলাকার দুর্গাপুজোর মাঠে মৃত 8 জনের দেহ নিয়ে আসা হয় ৷ সেখানেই উপস্থিত ছিলেন মৃতদের পরিবারের সদস্যরা ৷
এ দিন প্রশাসনের তরফেই দেহগুলির সৎকারের ব্যবস্থা করা হয় ৷ বনগাঁ শ্মশানে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয় ৷ মৃত ব্যক্তিদের শেষবার দেখার জন্য গোটা গ্রাম সেখানে জড়ো হয়েছিল ৷ সেই উপচে পড়া ভিড়ের মধ্যেই সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ 8টি দেহ নিয়ে আসা হয় ৷ সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয়া মল্লিক ৷ তিনিই সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য চেক মৃতদের পরিবারে হাতে তুলে দেন ৷ সেই সঙ্গে আশ্বাস দেন, এই পথ দুর্ঘটনায় যারা অভিভাবকহীন হয়ে পড়েছে, তাদের দায়িত্ব প্রশাসনের ৷
আরও পড়ুন : Nadia road Accident : "সুস্থ মানসিকতার লক্ষণ নয়", পথ নিরাপত্তা নিয়ে খোঁচা দেওয়ায় রাজ্যপালকে আক্রমণ তৃণমূলের