অশোকনগর,19 ডিসেম্বর : অবশেষে স্বপ্নপূরণ। উত্তর 24 পরগনার অশোকনগরে গড়ে উঠছে রাজ্যের প্রথম খনিজতেল উত্তোলন কেন্দ্র। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার প্রকল্প পরিদর্শনে আসছেন। মন্ত্রী সবুজ সংকেত দিলেই ইতিহাসের পাতায় নাম উঠবে অশোকনগরেরও। আর্থ-সামাজিক অবস্থা বদলে যাবে কলকাতা শহর থেকে ৪৫ কিলোমিটার দূরের এই জনপদের।
উত্তর 24 পরগনা জেলার উদ্বাস্তু অধ্যুষিত শহর অশোকনগর। শহরের 22 নম্বর ওয়ার্ডের বাইগাছি এলাকায় হাবড়া নৈহাটি রোডের পাশেই উড়ছে স্বপ্নের নিশান। গড়ে উঠতে চলেছে রাজ্যের একমাত্র খনিজ তেল উৎপাদন কেন্দ্র। কৃষিজমির উপরে ভাসমান মিথেন গ্যাসে আগুন দেখে সেদিন অনেকেই আলেয়ার হাতছানি ভেবেছিলেন। একবার নয়, বারবার। খবর গেল ওএনজিসি কর্তৃপক্ষের কাছে। বছর তিনেক আগে ওএনজিসি কর্তৃপক্ষ প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়ে দিল গোটা মুলুক ভাসছে প্রাকৃতিক তেলের উপর। ভূগর্ভস্থ সেই তেল তুলে পরীক্ষার জন্য সংশোধনাগারে পাঠানোও হয়েছিল। সেখান থেকেও মেলে সম্মতি। তারপর কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিষয়টিতে হস্তক্ষেপ করেন। মাসখানেক আগে তিনি দিল্লি থেকে ভার্চুয়াল বৈঠক করে পেট্রোলিয়াম মন্ত্রী অশোকনগরে পরিদর্শনে আসার কথা জানিয়েছিলেন। অবশেষে আগামীকাল তিনি প্রকল্প পরিদর্শনে আসছেন।