উত্তর 24 পরগনা, 29 অগস্ট : রাজ্যের ভোট পরবর্তী হিংসা, কয়লা ও গরুপাচার থেকে শুরু করে ত্রিপুরায় বিজেপি ও তৃণমূলের মধ্যে নতুন সংঘাত ৷ এ সব নিয়ে রাজ্যের শাসকদলরকে একহাত নিলেন দিলীপ ঘোষ ৷ বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন তিনি ৷ প্রসঙ্গত, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ইডি’র তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে নোটিস পাঠানো হয়েছে ৷
1 সেপ্টেম্বর অভিষেকের স্ত্রী এবং 6 সেপ্টেম্বর স্বয়ং অভিষেককে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ইডি ৷ সেই নিয়েই গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভা থেকে অমিত শাহ’র বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিধানসভা নির্বাচনে হারের প্রতিশোধ নেওয়ার অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো ৷ সেই নিয়েই আজ মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যাকে একহাত নেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷
গতকাল মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, বিধানসভা নির্বাচনের সময় বিজেপির কেন্দ্রীয় নেতারা আসানসোলে কয়লা মাফিয়াদের হোটেলে উঠেছিল ৷ কিন্তু, ইডি বা সিবিআই তাঁদের গায়ে হাত দিচ্ছে না ৷ শুধু তৃণমূলের লোকজনদের ধরা হচ্ছে ৷ এ নিয়ে দিলীপ ঘোষ আজ মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করে বলেন, ‘‘মুখ্য়মন্ত্রী স্বীকার করে নিয়েছেন তৃণমূলের লোকজন কয়লা পাচারের সঙ্গে যুক্ত ৷’’ এ প্রসঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘সিবিআই তদন্ত শুরু করেছে ৷ যাঁরা কয়লা ও গরু পাচারে যুক্ত, তাঁরা বিদেশে গিয়ে সেখানকার নাগরিকত্ব নিয়েছেন ৷’’ নাম না করেই বিনয় মিশ্রকে তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদকের ডান হাত বলে নিশানা করেন দিলীপ ৷ সেই সঙ্গে তাঁর অভিযোগ, বাংলায় যে রাজনৈতিক এবং সামাজিক অপরাধ হচ্ছে, তার অর্থের জোগান আসছে এই পাচার চক্রের মাধ্যমে ৷