পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ED Coal Investigation : গরু ও কয়লা পাচার নিয়ে মমতা-অভিষেককে তোপ দিলীপের - কয়লা পাচার কাণ্ড

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীকে গতকাল কয়লাপাচার-কাণ্ডে দিল্লিতে তলব করে নোটিস পাঠিয়েছে ইডি ৷ যা নিয়ে বিজেপি তথা অমিত শাহের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ বার সেই নিয়ে তৃণমূল তথা মমতা ও অভিষেককে বিঁধলেন দিলীপ ঘোষ ৷

state-bjp-president-dilip-ghosh-attack-cm-mamata-banerjee-and-abhishek-banerjee
‘‘এতদিন কামানোর পর, ভিখারি সাজচ্ছেন’’, মমতাকে তোপ দিলীপের

By

Published : Aug 29, 2021, 3:40 PM IST

উত্তর 24 পরগনা, 29 অগস্ট : রাজ্যের ভোট পরবর্তী হিংসা, কয়লা ও গরুপাচার থেকে শুরু করে ত্রিপুরায় বিজেপি ও তৃণমূলের মধ্যে নতুন সংঘাত ৷ এ সব নিয়ে রাজ্যের শাসকদলরকে একহাত নিলেন দিলীপ ঘোষ ৷ বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন তিনি ৷ প্রসঙ্গত, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ইডি’র তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে নোটিস পাঠানো হয়েছে ৷

1 সেপ্টেম্বর অভিষেকের স্ত্রী এবং 6 সেপ্টেম্বর স্বয়ং অভিষেককে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ইডি ৷ সেই নিয়েই গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভা থেকে অমিত শাহ’র বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিধানসভা নির্বাচনে হারের প্রতিশোধ নেওয়ার অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো ৷ সেই নিয়েই আজ মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যাকে একহাত নেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷

গতকাল মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, বিধানসভা নির্বাচনের সময় বিজেপির কেন্দ্রীয় নেতারা আসানসোলে কয়লা মাফিয়াদের হোটেলে উঠেছিল ৷ কিন্তু, ইডি বা সিবিআই তাঁদের গায়ে হাত দিচ্ছে না ৷ শুধু তৃণমূলের লোকজনদের ধরা হচ্ছে ৷ এ নিয়ে দিলীপ ঘোষ আজ মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করে বলেন, ‘‘মুখ্য়মন্ত্রী স্বীকার করে নিয়েছেন তৃণমূলের লোকজন কয়লা পাচারের সঙ্গে যুক্ত ৷’’ এ প্রসঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘সিবিআই তদন্ত শুরু করেছে ৷ যাঁরা কয়লা ও গরু পাচারে যুক্ত, তাঁরা বিদেশে গিয়ে সেখানকার নাগরিকত্ব নিয়েছেন ৷’’ নাম না করেই বিনয় মিশ্রকে তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদকের ডান হাত বলে নিশানা করেন দিলীপ ৷ সেই সঙ্গে তাঁর অভিযোগ, বাংলায় যে রাজনৈতিক এবং সামাজিক অপরাধ হচ্ছে, তার অর্থের জোগান আসছে এই পাচার চক্রের মাধ্যমে ৷

‘‘এতদিন কামানোর পর, ভিখারি সাজছেন’’, মমতাকে তোপ দিলীপের

আরও পড়ুন : Mamata Banerjee : সাংবিধানিক কাঠামো রক্ষায় মুখ্যমন্ত্রীদের সমাবেশের ডাক মমতার

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকাল ইডি’র নোটিস পাঠানো নিয়ে পাল্টা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷ যেখানে তিনি অমিত শাহকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, রাজ্য সরকারের কাছেও নথি রয়েছে ৷ একতরফা কিছুই হবে না ৷ কেন্দ্র ইডি দেখালে, তিনিও বস্তা ভর্তি কাগজ আদালতে পেশ করবেন ৷ এ নিয়ে দিলীপ ঘোষের অভিযোগ, এতদিন তৃণমূল নেত্রীর সেই কাগজপত্রের কথা মনে ছিল না ৷ ইডি ও সিবিআই কান ধরে টানতেই সেই সব মনে পড়ছে ৷ তাঁর সরাসরি অভিযোগ, এতদিন মমতা এবং অভিষেক কামাচ্ছিলেন আর এখন তদন্ত শুরু হতেই নিজেদের ভিখারি দেখানোর চেষ্টা করছেন তৃণমূল সুপ্রিমো ৷ এ প্রসঙ্গে অভিষেকের ভবানীপুরের বাড়ির প্রসঙ্গও টেনে আনেন দিলীপ ৷ কটাক্ষের সুরে বলেন, ‘‘12 কোটির বাড়িতে ভাইপো থাকেন ৷ সেই টাকা কোথা থেকে এল ? গাছ লাগিয়েছিলেন নাকি ! লোকজন সব বোঝেন ৷’’

আরও পড়ুন :TMC-BJP : পাখির চোখ 24, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মমতা-অভিষেকের ভিন রাজ্যে লড়াইয়ের ডাক

পাশাপাশি, ত্রিপুরায় সংগঠন তৈরির বিষয়ে তৃণমূলের নাম করে বাঙালিদের ঘুরিয়ে দাঙ্গাবাজ বলে উল্লেখ করলেন দিলীপ ঘোষ ৷ তাঁর অভিযোগ, ‘‘সিপিএম ত্রিপুরায় সংগঠনের নামে অশান্তি ও বনধ করে বাঙালির বদনাম করেছে ৷ এবার তৃণমূল সেখানে গিয়ে প্রমাণ করেছে বাঙালি দাঙ্গাবাজ ৷’’ ত্রিপুরায় তৃণমূল নিজেদের অস্তিত্ব প্রমাণের চেষ্টা শুরু করতেই, সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতারা সেখানে ছুটেছেন ৷ যা নিয়ে দিলীপ ঘোষের মত, বিজেপি একটা সিস্টেমের মাধ্যমে চলে ৷ তাই কেন্দ্রীয় নেতারা প্রায় সব রাজ্যে যান ৷ কিন্তু, বাংলায় তৃণমূলের দোকান বন্ধ হতে বসেছে ৷ তাই অন্য রাজ্যে ব্যবসা শুরু করার পরিকল্পনা করছে বলে কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি ৷

ABOUT THE AUTHOR

...view details