পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এসেছিলেন তিন বছর আগে, স্টেডিয়ামের নামকরণ মারাদোনার নামে - মারাদোনার নামাঙ্কিত স্টেডিয়াম

ড্রেসিংরুমে 10 নম্বর আসনে বসেছিলেন মারাদোনা । আজও সেই 10 নম্বর আসনে কাউকে বসতে দেওয়া হয় না ।

stadium-of-barasat-to-be-named-after-diego-maradona
stadium-of-barasat-to-be-named-after-diego-maradona

By

Published : Nov 29, 2020, 11:53 AM IST

বারাসত, 29 নভেম্বর : দিয়েগো মারাদোনার মৃত্যুতে এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি অনুরাগীরা । তার মধ্যেই কিংবদন্তীর সম্মানে পদক্ষেপ করল বারাসতের একটি বেসরকারি স্কুল । মারাদোনার নামে স্কুলের ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ করল তারা ।

বারাসত থেকে ছ'কিলোমিটার দূরে রয়েছে আদিত্য অ্যাকাডেমি । 2017-র 12 ফেব্রুয়ারি স্কুলের ক্রীড়াঙ্গনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন দিয়েগো মারাদোনা । তাঁকে শ্রদ্ধা জানাতে সেই স্টেডিয়ামেরই নাম পরিবর্তন করা হল । নাম রাখা হল "দিয়েগো মারাদোনা আদিত্য স্কুল অফ স্পোর্টস ক্রিকেট স্টেডিয়াম" ।

বারাসতে মারাদোনার নামে ক্রিকেট স্টেডিয়াম

সেদিন স্কুলের পড়ুয়াদের সঙ্গে ফুটবল নিয়ে মেতেছিলেন মারাদোনা । অ্যাকাডেমি কর্তৃপক্ষ সেদিন মারাদোনার ব্যবহার করা জার্সি ও বুট সযত্নে রেখে দিয়েছিল । ড্রেসিংরুমে 10 নম্বর আসনে বসেছিলেন মারাদোনা । আজও ড্রেসিংরুমের সেই 10 নম্বর আসনে কাউকে বসতে দেওয়া হয় না । স্টেডিয়ামের প্রবেশপথে মারাদোনার ছবি রেখেছে স্কুল কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details