বিধাননগর ও বারাসত, 19 মে: বারাসত ফুটবল স্টেডিয়ামের বেহাল দশা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷ বৃহস্পতিবার মাঠ পরিদর্শনের পর মন্ত্রী অভিযোগ করেন, কেউ পরিকল্পিতভাবে মাঠের অ্যাস্ট্রোটার্ফ বা কৃত্রিম ঘাস কাঁচি দিয়ে কেটে দিয়েছে ৷ ফলে ডি-বক্স থেকে মাঠের দু'দিকের কৃত্রিম ঘাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এ নিয়ে জেলাশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন অরূপ ৷ অন্যদিকে, দীর্ঘ 16 বছরের টালবাহানার পর অবশেষে যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক মানের সুইমিং পুল তৈরি হল ৷ গতকাল ক্রীড়ামন্ত্রী সেই পুলেরও উদ্বোধন করেছেন ৷ সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত ক্রীড়াবিদ এবং প্রশিক্ষকরা এই পুল ব্যবহার করতে পারবেন ৷
2017 সালে শেষবার বারাসত স্টেডিয়ামে কোনও ফুটবল ম্যাচ আয়োজিত হয়েছিল ৷ সেটাও ছিল আই লিগের ম্যাচ ৷ অভিযোগ ছিল বারাসত স্টেডিয়ামের অ্যাস্ট্রোটার্ফ বা কৃত্রিম ঘাসের মাঠে খেলতে গিয়ে চোট পাচ্ছিলেন ফুটবলাররা ৷ এরপর দীর্ঘদিন স্টেডিয়াম বন্ধ ৷ গতকাল স্টেডিয়াম পরিদর্শনে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷ জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী সহ আইএফএ-র কর্তারাও সেখানে ছিলেন ৷ পুরো মাঠ পরিদর্শনের পর মন্ত্রী নিরাপত্তারক্ষীদের গাফিলতির কথা স্বীকার করে নিয়েছেন ৷
পাশাপাশি পুরো বিষয়টিতে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন মন্ত্রী ৷ তিনি জানান, কেউ ইচ্ছাকৃতভাবে স্টেডিয়ামের অ্যাস্ট্রোটার্ফ বড় কাঁচি দিয়ে কেটেছে ৷ তা না হলে, মাঠের ডি-বক্স থেকে সাইড লাইন পর্যন্ত কৃত্রিম ঘাসের এই চাদর কাটা থাকতে পারে না ৷ তবে, এখন উপায় কী ? মন্ত্রী এই পুরো ঘটনায় ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের ধরতে জেলাশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে ৷ তিনি জানিয়েছেন স্টেডিয়ামে আর অ্যাস্ট্রোটার্ফ ব্যবহার করা হবে না ৷ তার জায়গায় কোরিং করে নরম ঘাস বসানো হবে ৷ আগামী বছর থেকে বারাসত স্টেডিয়ামে ফের ফুটবল খেলা শুরু হবে ৷