বারাসত, 13 মার্চ: উত্তর 24 পরগনার 25টি পৌরসভার সবক'টিতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শাসকদল । নামমাত্র আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাম, বিজেপি এবং কংগ্রেসকে । ক্ষমতা দখল করলেও জেলার 25টি পৌরসভায় চেয়ারম্যান বাছতে হিমশিম ঘাসফুল শিবির । গুঞ্জনে ভাসছে একাধিক নাম ৷ সকাল-সন্ধ্যা বৈঠক চলছে দলীয় কার্যালয়ে। যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন সকলেই ৷ চেয়ারম্যান কারা হবেন সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্ব, এমনটাই খবর জেলা তৃণমূল সূত্রে (Speculation rising on new chairman in 25 municipalities at North 24 Parganas) ।
অভিজ্ঞতা নাকি তারুণ্য, চেয়ারম্যান পদে কাদের উপর ভরসা রাখবে শীর্ষ নেতৃত্ব, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল ৷ সূত্রের খবর, বারাসত পৌরসভার চেয়ারম্যান হওয়ার দৌড়ে ইতিমধ্যে বেশ কিছু নাম উঠে এসেছে। তালিকায় প্রথম নাম অবশ্যই গত দু'বারের চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়ের । তাঁর সঙ্গে ব্যাপকভাবে দৌড়ে রয়েছেন পৌরসভার প্রাক্তন ভাইস-চেয়ারম্যান তথা বারাসত সাংগঠনিক জেলা সভাপতি অশনি মুখোপাধ্যায়। যদিও অভিজ্ঞতার দিক থেকে অশনির তুলনায় বেশ খানিকটা এগিয়ে রয়েছেন সুনীল। কান পাতলে আবার শোনা যাচ্ছে বারাসত পৌরসভা নাকি চেয়ারপার্সনও পেতে পারে । সেই দৌড়ে এগিয়ে রয়েছেন পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা অশনি জায়া পম্পি মুখোপাধ্যায়। এই তিনজনকে নিয়েই আপাতত তুঙ্গে জল্পনা ।
পার্শ্ববর্তী মধ্যমগ্রাম পৌরসভায় অবশ্য চেয়ারম্যানের দৌড়ে এখনও পর্যন্ত এগিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ঘনিষ্ঠ প্রাক্তন পৌর প্রশাসক নিমাই ঘোষ ৷ তালিকায় বাকি দু'জন হলেন পৌরসভার প্রাক্তন ভাইস-চেয়ারম্যান প্রকাশ রাহা এবং মধ্যমগ্রাম শহর তৃণমূলের সভাপতি সুভাষ বন্দ্যোপাধ্যায়। অশোকনগর পৌরসভার ক্ষেত্রে সবচেয়ে বেশি যাঁর নামটি ঘুরেফিরে আসছে, তিনি প্রাক্তন বিধায়ক ধীমান রায়। তবে হাল ছাড়ছেন না প্রাক্তন চেয়ারম্যান প্রবোধ সরকার এবং সমীর দত্ত। হাবড়া পৌরসভায় প্রাক্তন পৌর প্রশাসক নারায়ণচন্দ্র সাহা ছাড়াও প্রাক্তন বিধায়ক তপতী দত্তের নামও নয়া চেয়ারম্যানের জল্পনায় রয়েছে ব্যাপকভাবে । পৌরসভার 9 এবং 17 নম্বর ওয়ার্ড থেকে দু'জনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন ৷ উল্লেখযোগ্য বিষয় 24 আসন বিশিষ্ট হাবরা পৌরসভা এবার বিরোধীশূন্য।
আরও পড়ুন :শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণায় আসানসোলে রাজনৈতিক তরজা
গোবরডাঙা পৌরসভার নয়া চেয়ারম্যান পদে তৃণমূলের পোড় খাওয়া রাজনীতিবিদ শঙ্কর দত্তের পাশাপাশি প্রাক্তন প্রশাসক কাশীনাথ সাহার নাম নিয়ে চলছে জোর চর্চা। বসিরহাট মহকুমার তিনটি পৌরসভার চেয়ারম্যানের নাম নিয়েও ইতিমধ্যেই বাজার গরম হয়েছে। যদিও বাদুড়িয়া, টাকি ও বসিরহাট পৌরসভায় চেয়ারম্যান পদে ধারেভারে অনেকটায় এগিয়ে রয়েছেন তিন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানরা। তবে খুব বেশিদিন আর অপেক্ষা করতে হবে না, চূড়ান্ত তালিকা ঘোষণা হয়ে যাবে দু‘-একদিনের মধ্যেই। এমনটাই খবর তৃণমূল সূত্রে।