পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুনীলের বাড়িতে অর্জুন, BJP-তে যোগদান নিয়ে জল্পনা

সুনীল সিং-এর বাড়িতে গেলেন অর্জুন সিং । BJP-তে সুনীলের যোগদান নিয়ে জল্পনা । যদিও অর্জুনের দাবি, সবই সৌজন্য ।

ফাইল ফোটো

By

Published : May 2, 2019, 11:10 PM IST

ব্যারাকপুর, 2 মে : তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুনীল সিংয়ের BJP -তে যোগদান নিয়ে বেশকিছু দিন ধরেই জল্পনা চলছে । সেই জল্পনা আরও উসকে দিলেন অর্জুন সিং ।

অর্জুন গতকাল সুনীলের বাড়ি যান । সেখানে ভাগ্নে আদিত্য সিংয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন অর্জুন । গতকাল এই ছবি প্রকাশ্যে আসতেই সুনীলের BJP-তে যোগদান নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে । সুনীল নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ও গারুলিয়ার পৌরপ্রধান। সম্পর্কে তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুনের ভগ্নীপতি । কিছুদিন আগেই সুনীলের ছেলে আদিত্য তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন । আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, তাহলে কি ছেলের পর বাবাও BJP-তে যোগ দিচ্ছেন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

যদিও এবিষয়ে অর্জুন বলেন, "আমি সুনীল সিংয়ের সঙ্গে দেখা করতে যাইনি । ভাগ্নের সঙ্গে কথাবার্তা বলতে গিয়েছিলাম । তাছাড়া, আমার বোন থাকে ওই বাড়িতে । আমি যাব না, তা হতে পারে ?"

ABOUT THE AUTHOR

...view details