কাঁচরাপাড়া, 15 জুন : রাজ্যে "বহিরাগত"-রা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে । বারবার এই অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় দলীয় সভা থেকে তিনি বলেন, বাংলায় থাকলে বাংলা বলতে হবে । একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, "বাংলায় থাকবে আর বাইকে চেপে গুন্ডামি করবে, তা বরদাস্ত করব না । বাংলায় থেকে বাঙালি হটাও চলবে না ।"
লোকসভার ফল ঘোষণার পর কাঁকিনাড়ায় 'জয়শ্রীরাম' ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে পড়েছিলেন মমতা । সেইসময় তিনি বলেছিলেন, "ওরা সব ক্রিমিনাল । আমাকে গালিগালাজ দিচ্ছে । এরা সব বহিরাগত । এরা বাংলার বাসিন্দা নয় ।"