খড়দা, 2 নভেম্বর : প্রত্যাশা মাফিকই একুশের বিধানসভা উপনির্বাচনে (Assembly By-poll 2021) উত্তর 24 পরগনার খড়দা (Khardaha) আসনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্য়ায় (Sovandeb Chattopadhyay) ৷ নিকটতম প্রতদ্বন্দ্বী বিজেপির জয় সাহাকে 93 হাজার 832 টি (পোস্টাল ব্যালট-সহ) পরাজিত করেন তিনি ৷ তাঁর এই জয় খড়দাবাসীকেই উৎসর্গ করেছেন শোভনদেব ৷ বিধায়কের মতে, তাঁর নামের পাশে তৃণমূল কংগ্রেসের প্রতীক ছিল ৷ জয়লাভের জন্য সেটুকুই ছিল যথেষ্ট ৷ কারণ, মানুষ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সঙ্গে রয়েছে ৷ উপনির্বাচনের ফলাফলই এর প্রমাণ বলে দাবি শোভনদেবের ৷ একইসঙ্গে, এই কেন্দ্রের প্রয়াত বিধায়ক কাজল সিনহার (Kajal Sinha) কথা উল্লেখ করতে ভোলেননি তাঁর উত্তরসূরি ৷ শোভনদেব মনে করেন, কাজল সিনহা শুধুমাত্র এলাকার বিধায়ক ছিলেন না ৷ তাঁর সঙ্গে এলাকাবাসীর আত্মীয়তার সম্পর্ক ছিল ৷ উপনির্বাচনে সেই ভাবাবেগও যে ফ্যাক্টর হয়েছে, তা মানছেন শোভনদেব ৷
আরও পড়ুন :Dinhata By Poll : দিনহাটায় লক্ষাধিক ভোটে জিতলেন তৃণমূলের উদয়ন
অন্যদিকে, বিজেপির প্রসঙ্গে বলতে গিয়ে শোভনদেব বলেন, ‘‘যেভাবে দেশজুড়ে মূল্যবৃদ্ধির সমস্যা লাগাম ছাড়িয়ে যাচ্ছে, তাতে মানুষ বীতশ্রদ্ধ ৷ বিজেপির উপর ক্ষোভ বাড়ছে ৷ আর সেই কারণেই বিজেপিকে ছুড়ে ফেলে দিয়েছেন খড়দহের ভোটাররা ৷’’ শোভনদেবের দাবি, বিজেপি যে ক্রমশ তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে ৷ উল্লেখ্য়, এদিন ভোটগণনা শুরু হতেই একটি বিশেষ ট্রেন্ড সকলের নজর কাড়ে ৷ দেখা যায়, প্রাথমিকভাবে খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাসের থেকে পিছিয়ে পড়েন ৷ যা ইদানীংকালে কোনও চমকের থেকে কম নয় ৷ পরে অবশ্য জয় সাহা দু’নম্বরে উঠে আসেন ৷