পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sovandeb Chatterjee: বিজেপি'ই অশান্তি ছড়িয়েছে হাওড়ায়, পুলিশের ভূমিকার সমালোচনা করে বললেন শোভনদেব - Sovandeb Chatterjee speaks on howrah incident

হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় বিজেপি'কেই দায়ী করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ পাশাপাশি, পুলিশের গাফিলতির কথাও স্বীকার করেছেন তিনি ৷

ETV Bharat
শোভনদেব চট্টোপাধ্যায়

By

Published : Apr 2, 2023, 7:30 PM IST

শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য

বারাসত, 2 এপ্রিল:হাওড়ার ঘটনায় পুলিশ সঠিক ছিল না বলে, মন্তব্য করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ বৃহস্পতিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় শিবপুরে ৷ এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছিল পুলিশের গাফিলতির কথা ৷ শনিবার সেই একই সুর শোনা গেল শোভনদেবের গলাতেও ৷ তবে একই সঙ্গে এই ঘটনার জন্য বিজেপি'কেও দায়ী করেছেন কৃষিমন্ত্রী ৷ বিজেপি ইচ্ছে করে সেদিন অশান্তি ছড়ায় বলে দাবি তাঁর ৷

শনিবার নিউ ব্যারাকপুরে একটি ফুটবল প্রদর্শনীতে এসে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,"হাওড়ায় যে ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশ সঠিক ভূমিকা পালন করেনি । পুলিশের যে কাজ তা তারা সঠিক ভাবে করেনি ৷ যারা এই ধরনের দুর্বলতা দেখিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । এই ঘটনায় দিল্লি কী করবে তা দেখার দরকার নেই । রাজ্যে মুখ্যমন্ত্রী বাংলাকে নিয়ন্ত্রণ করতে যথেষ্ট সক্ষম ।"

তবে হাওড়ার ঘটনার সঙ্গে যে বিজেপি'র যোগ রয়েছে তাও দাবি করেছেন শোভনদেব চট্টোপাধ্যায় ৷ বলেছেন,"এগুলো রাজনৈতিকভাবে করিয়ে দেওয়া হচ্ছে । কিছু রাজনৈতিক দল চাইছে এখানে দাঙ্গা-হাঙ্গামা করতে রাজনৈতিক স্বার্থে । তাকে মোকাবিলা করতে হবে । কারা ঘটনাটা করল ? যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল সে রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে কেন গেল ? যে রাস্তায় পুলিশের নিষেধ ছিল সেই রাস্তায় গেলো কেন ? আর রাম কোনকালে হাতে রিভলবার নিয়ে ঘুরেছিল ? সেই সময় তলোয়ার ছিল ঠিকই । কিন্তু রিভলবার, হকির স্টিক নিয়ে মিছিল হচ্ছে রামের নামে । ইচ্ছাকৃত ভাবে অশান্তি ছড়ানোর জন্যই বিজেপি ওখানে গিয়েছে ।"

আরও পড়ুন:শিবপুরে এসে 'ভাইপো'কে বেনজির আক্রমণ ! কী বললেন সুকান্ত ?

তাঁর বিধানসভা এলাকায় আয়োজিত শনিবারের ফুটবল ম্যাচে অতিথি হিসাবে গিয়েছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও ৷ ছিলেন রাজ্যের আরও কয়েকজন মন্ত্রী ও তৃণমূলের হেভিওয়েট নেতারা ৷ তবে তাঁদের মধ্যে একমাত্র শোভনদেব চট্টোপাধ্যায়কেই হাওড়ার বিষয়ে কথা বলতে দেখা যায় ৷ কেন তিনি ওই মঞ্চে এবিষয়ে কথা বললেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনাও ছড়িয়েছে ৷ তবে তৃণমূলের তরফে ওইদিন মিছিলের রুট বদলের কথা বলা হলেও বিজেপি তা মানতে চায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details