পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Khardaha Bypoll : খড়দায় আক্রান্ত প্রয়াত বিধায়ক কাজল সিনহার ছেলে, কাঠগড়ায় বিজেপি প্রার্থী - খড়দা উপনির্বাচন

দমদমের সাংসদ সৌগত রায়ের অভিযোগ, বিজেপি প্রার্থী জয় সাহা কাজল সিনহার ছেলে-সহ স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মীকে 'বাংলাদেশী' বলে চ্যালেঞ্জ করেন । জয় সাহার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তাঁদের মারধরও করে । ঘটনায় কাজল সিনহার ছেলে-সহ আরও তিনজন আহত হন।

Khardaha Bypoll
খড়দা উপনির্বাচনে আক্রান্ত প্রয়াত বিধায়কের ছেলে, কাঠগড়ায় বিজেপি প্রার্থী

By

Published : Oct 31, 2021, 7:22 AM IST

খড়দা, 31 অক্টোবর : রবিবার উপনির্বাচনে দফায়-দফায় উত্তপ্ত খড়দায় আক্রান্ত প্রয়াত বিধায়ক কাজল সিনহার ছেলে আর্যদ্বীপ সিনহা । এই ঘটনায় বিজেপি প্রার্থী জয় সাহার নিরাপত্তারক্ষীদের দিকে অভিযোগের আঙুল তৃণমূল নেতৃত্বের । ঘটনায় আহত কাজল সিনহার ছেলেকে দেখতে নার্সিংহোমে আসেন সাংসদ সৌগত রায়, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রথীন ঘোষ, বিধায়ক সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী, নির্মল ঘোষ ।

দমদমের সাংসদ সৌগত রায়ের অভিযোগ, "বিজেপি প্রার্থী জয় সাহা কাজল সিনহার ছেলে-সহ স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মীকে 'বাংলাদেশী' বলে চ্যালেঞ্জ করেন । জয় সাহার প্ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তাঁদের মারধরও করে । ঘটনায় কাজল সিনহার ছেলে-সহ আরও তিনজন আহত হয় । আর্যদ্বীপের আঘাত বেশ গুরুতর । তাঁর সিটি স্ক্যান করা হয়েছে, চিকিৎসা চলছে । এই ঘটনার তীব্র নিন্দা করছি আমরা ।"

তিনি আরও বলেন, বিজেপির মধ্যে এমন কিছু লোক আছে যারা পাশবিক । আমরা পুলিশকে বলেছি ঘটনার মামলা শুরু করতে । ঘটনার পরিপ্রেক্ষিতে খড়দার বিজেপি প্রার্থী জয় সাহাকে 'ক্রিমিনাল' বলতেও দ্বিধাবোধ করেননি সৌগত রায় ৷ ব্যারাকপুর মহকুমার পর্যবেক্ষক পার্থ ভৌমিক অভিযোগের সুরে বলেন, কাজল সিনহার ছেলে সবে মাত্র মাধ্যমিক পাস করেছে । ওর এখনও ভোটাধিকার হয়নি । কাজল সিনহার ছেলে-সহ আরও 3 জনকে 'বাংলাদেশী ভোটার' বলে চিহ্নিত করে তাদের মারতে শুরু করে জয় সাহা এবং তার নিরাপত্তারক্ষীরা । ঘটনায় কাজল সিনহার ছেলে-সহ বেশ কয়েকজন আহত হয় । প্রত্যেকের বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা চলছে । কাজল সিনহার ছেলের সিটিস্ক্যান ও এক্স-রে হচ্ছে । আমরা গোটা ঘটনার তীব্র নিন্দা করছি ।

আরও পড়ুন : খড়দার বন্দিপুরে ভুয়ো ভোটার, রিপোর্ট তলব কমিশনের

যদিও বিজেপি প্রার্থী জয় সাহা অভিযোগ নস্যাৎ করে বলেন, "কাজল সিনহার ছেলে ওখানে (ভোটদান কেন্দ্রে) কী করছিল ? আমার নিরাপত্তারক্ষী কারও গায়ে হাত তোলেনি । ওখানকার কর্তব্যরত বাহিনীর কাছে এমন কোনও খবর নেই । ওখানে একজন ভুয়ো ভোটার ধরা পড়েছে সেটাও আমারই জন্য ৷

ABOUT THE AUTHOR

...view details