গাইঘাটা, 7 এপ্রিল : ঘরের মধ্যে আপত্তিকর অবস্থায় ছেলের এক বন্ধু ও তার বান্ধবী । যা দেখে প্রতিবাদ করায় ইট দিয়ে মেরে বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে (Son brutally beats disabled father in gaighata)। বুধবার উত্তর 24 পরগনার গাইঘাটা থানার কাড়োলা এলাকার ঘটনাটি ঘটে । পুলিশ জানিয়েছে, জখম ব্যক্তি স্বপন বিশ্বাস বিশেষভাবে সক্ষম ৷ অভিযুক্ত ছেলের নাম সুমন বিশ্বাস । গুণধর ছেলেকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বপনবাবু ও তাঁর স্ত্রী ফুল বিক্রি করেন । বেশির ভাগ সময় তাঁরা বাড়ির বাইরেই থাকেন । সেই সুযোগে ফাঁকা বাড়িতে প্রায়ই বন্ধু ও বান্ধবীদের নিয়ে আড্ডায় মেতে উঠত সুমন । বারবার ছেলেকে বারণ করা সত্ত্বেও শুনত না সে । যা নিয়ে বাবা-ছেলের মধ্যে মাঝে মধ্যেই অশান্তি হত । বুধবার সকালেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে । অভিযোগ, এদিন সকালে স্বপনবাবু কাজ থেকে বাড়ি ফিরে দেখতে পান তাঁর ঘরে ছেলের বন্ধু ও তার এক বান্ধবী আপত্তিকর অবস্থায় শুয়ে রয়েছে । যা দেখে প্রতিবাদ করেন তিনি । এবং ওই দু'জনকে ঘরের মধ্যে আটকে রাখার চেষ্টা করেন ।
এরপর ছেলের সঙ্গে স্বপন বাবুর ধস্তাধস্তি শুরু হয় । তখন সুমন রেগে গিয়ে ইঁট দিয়ে তার বাবার মাথায় আঘাত করে । গুরুতর আহত অবস্থায় পরিবারের বাকি সদস্যরা তাঁকে উদ্ধার করে চাঁদপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় । তাঁর মাথায় চারটি সেলাই পড়েছে ৷ স্বাস্থ্যকেন্দ্র থেকে ছাড়া পেয়ে স্বপনবাবু গাইঘাটা থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং ছেলে যাতে শাস্তি পায় সেই দাবি করেন ।
প্রতিবন্ধী বাবার মাথা ফাটালো ছেলে আরও পড়ুন : TMC build illegal club : ফুটপাথ দখল করে তৃণমূলের ক্লাব, ভাঙতে এসে বিক্ষোভের মুখে পৌরনিগমের কর্মীরা
এই বিষয়ে স্বপন বিশ্বাস বলেন, "বাড়ি ফাঁকা থাকলে ছেলে মাঝেমধ্যেই বন্ধু-বান্ধবীদের বাড়িতে নিয়ে আসে । এতে ওর মা ও আর স্ত্রী প্রশ্রয় দেয়। আমি বারণ করলে অশান্তি করে ৷ আজ ওর বন্ধু ও তার বান্ধবীকে বিবস্ত্র অবস্থায় দেখে প্রতিবাদ করলে আমাকে মেরে মাথা ফাটিয়ে দেয় ছেলে । বিষয়টি পুলিশকে জানিয়েছি । আমি চাই ছেলের শাস্তি হোক ।" ঘটনার নিন্দা করে প্রতিবাদে সরব হয়েছেন প্রতিবেশীরাও ৷ তাঁরা জানান, আগে একদিন রাতে একটা ছেলে ও মেয়ে সুমনদের বাড়িতে এসেছিল । যা নিয়ে ওদের মধ্যে ঝামেলা হয়েছিল । আজ আবার এমন ঘটনা । এই সব গ্রামের মধ্যে চলতে পারে না । বিষটি আমরাও প্রশাসনকে জানাব ।