বনগাঁ, 8 মে: মাতৃত্ব যাপনের যেমন নির্দিষ্ট কোনও দিন হয় না, মা'কে ভালবাসা জানানোরও সেরকম নির্দিষ্ট কোনও দিন নেই ৷ সে প্রয়োজনও নিতান্ত বেমানান ৷ মা-সন্তানের সম্পর্ককে নির্দিষ্ট বাঁধনে বা ক্যালেন্ডারের পাতায় বাঁধে সে সাধ্যি কার ! তবুও 8 মে, অর্থাৎ আজ মাতৃ দিবস ৷ মা'কে ভালবেসে, তাঁকে উৎসর্গ করে পালিত একটি বিশেষ দিন ৷ রবিবার সকাল থেকেই মা'কে কৃতজ্ঞতা জানানো বিভিন্ন পোস্টে ভাসছে বিভিন্ন সামাজিক মাধ্যমে । সোশ্যাল মিডিয়া প্রোফাইল, স্টেটাস ভরে উঠছে মায়ের ছবিতে,গল্পে-কথায়, ভালবাসায় কিংবা স্মৃতিচারণায় ৷
কিন্তু এমন দিনেও সামনে এসেছে এমন এক ঘটনা যা আমাকে, আপনাকে বিচলিত করার জন্য যথেষ্ট ৷ এও এক মা'য়ের কথা ৷ তবে আনন্দ, সুখের জায়গায় এখানে রয়েছে বঞ্চনা, ক্ষোভ ও এক মায়ের আকুল আর্তির কথা ৷ মায়ের প্রতি এক ছেলের বিশ্বাসভঙ্গ, অবহেলা আর এক অসহায় বৃদ্ধার বুক ফাটানো কান্নার কথা ৷ উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকার বাসিন্দা 83 বছরের বাণী দাস ৷ অভিযোগ, চিকিৎসা করানোর নাম করে মিথ্যে কথা বলে বৃদ্ধার থেকে তাঁর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে ছোট ছেলে (old woman raised cheating allegation against her son) । এখন আর মায়ের কোনও খোঁজ রাখে না ওই ব্যক্তি ৷ অভিযুক্তের নাম প্রণবকুমার দাস । কেন্দ্রীয় সরকারের সিপিডব্লিউডি বিভাগে ইঞ্জিনিয়ার পদে কর্মরত এই ব্যক্তি ৷ বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে প্রণব দাসকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ । তার বাড়ি বাগুইআটি এলাকায় ৷ রয়েছে স্ত্রী ও সন্তান ৷
জোর করে সম্পত্তি লিখিয়ে নিয়ে ছেলে আর দেখে না, অভিযোগ বৃদ্ধার বৃদ্ধার পরিবার সূত্রে জানা গিয়েছে, বাণী দেবীর তিন ছেলে । বেশ কয়েক বছর আগে অকাল মৃত্যু হয় তাঁর বড় ছেলের । প্রয়াত হয়েছেন বৃদ্ধার স্বামীও ৷ স্বামীর মৃত্যুর পর থেকে তিনি মেজো ছেলে সুবীর দাসের কাছে থাকেন । ছোট ছেলে প্রণব তাঁর খোঁজ নেয় না । বৃদ্ধার মেজো ছেলে সুবীর দাসের কথায়,"2018 সালে ভাই বাড়িতে এসে চিকিৎসার নাম করে মাকে বকচাড়া এলাকায় এক বাড়িতে নিয়ে গিয়েছিল । সেখানে গিয়ে বলেছিল দলিলে মায়ের নাম ভুল আছে, সেটা পরিবর্তন করতে হবে । সেই সময় ভুল বুঝিয়ে, জোর করে বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর করিয়ে মায়ের নামে থাকা সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে সে । পরে বিষয়টি আমরা জানতে পারি । এই কাজে ভাইকে তার স্ত্রী-সহ আরও কয়েকজন সহযোগিতা করেছে । ঘটনার কথা জানাতে পেরে আমরা গাইঘাটা থানার দ্বারস্থ হই ।"
আরও পড়ুন : বন্যা ত্রাণের টাকা বণ্টনে দুর্নীতির অভিযোগ, জানাজানি হতেই টাকা ফেরতের হিড়িক !
বৃদ্ধা বাণী দাস বলেন, "আমার ছোট ছেলে জোর কারে আমার জমি লিখিয়ে নিয়ে নিয়েছে । সে বড় চাকরি করে কিন্তু আমাকে দেখে না ।" ছোট ছেলের শাস্তির দাবি জানিয়েছেন বৃদ্ধা । এপ্রসঙ্গে বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী বিশ্বরূপ সিংহ বলেন,"বৃদ্ধার সঙ্গে প্রতারণা করে ইংরেজিতে লেখা স্ট্যাম্প পেপারে তাঁকে দিয়ে সই করিয়ে সম্পত্তি লিখিয়ে নিয়েছে ছেলে প্রণব দাস । বৃদ্ধা ছেলে,বৌমা-সহ তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়ে ছিলেন । পুলিশ প্রণব দাসকে গ্রেফতার করে বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।"