পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোদপুরে ঘুমন্ত মা-বাবাকে পিটিয়ে খুন - ঘুমন্ত অবস্থায় মা-বাবকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

ঘুমন্ত অবস্থায় মা-বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ৷ উত্তর 24 পরগনার সোদপুরের নাটাগড় এলাকার ঘটনা ৷ গ্রেপ্তার অভিযুক্ত ৷

ধৃত ছেলে

By

Published : Sep 25, 2019, 11:44 AM IST

Updated : Sep 25, 2019, 11:50 AM IST

সোদপুর, 25 সেপ্টেম্বর : মা-বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে ৷ উত্তর 24 পরগনার সোদপুরের নাটাগড় এলাকার ঘটনা ৷ গ্রেপ্তার অভিযুক্ত ৷

মৃতদের নাম সুনীল সাহা (65) ও শেফালি সাহা (60) ৷ আত্মীয়দের অভিযোগ, আজ ভোররাতে সুনীলবাবুর ছেলে অমিত সাহা (35) তাঁদের পিটিয়ে মেরেছে ৷ সুনীলবাবুর আত্মীয় সুবল সাহা বলেন, "টাকা-পয়সা নিয়ে প্রায়ই অশান্তি চলত ৷ অমিত, বাবা-মাকে টাকা পয়সা দিত না । কিন্তু এরকম ঘটনা যে ঘটবে আমার বুঝতে পারিনি ৷ জানালা-দরজা বন্ধ ছিল ৷ শব্দ পেয়ে আমার বউমা গিয়ে দেখতে বলেন ৷ ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি ৷ অবশেষে দরজা ভাঙতে হয়েছে ৷ দরজা ভেঙে দেখা যায় বিছানায় দু'জনে পড়ে রয়েছেন ৷ আর অমিতের হাতে দরজার ডাসা ৷ ঘুমন্ত অবস্থায় দু'জনকে দরজার ডাসা দিয়ে মেরে ফেলেছে ৷" তিনি আরও জানান, অমিতের নার্ভের কিছু সমস্যা রয়েছে ৷

দেখুন ভিডিয়ো...

সুনীল ও শেফালিকে উদ্ধার করে স্থানীয়রা পানিহাটি স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যান ৷ চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন । পুলিশ অমিতকে গ্রেপ্তার করেছে ।

Last Updated : Sep 25, 2019, 11:50 AM IST

For All Latest Updates

TAGGED:

deathcrime

ABOUT THE AUTHOR

...view details