ভাটপাড়া, 25 ডিসেম্বর: "কত বড় পেট আপনার ! আপনার যে ফাইল রয়েছে তাতে তো দেখছি, একটা পেটে হবে না ! রাবণের পেটেও এতকিছু যায়নি, যা আপনার পেটে গিয়েছে । পেট চিরে সব বের করব ৷ অপেক্ষা করুন !" এই বক্তব্যগুলি জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের ৷ আর যার উদ্দেশ্যে এই কথাগুলি, তিনি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷ একই দলের হলেও, ব্যারাকপুরের রাজনীতিতে তাঁরা একে-অপরের চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ৷ নাম না করে সোমনাথ শ্যামকে এর জবাবে 'শিখণ্ডী' বলে কটাক্ষ করেছেন ব্যারাকপুরের সাংসদ ৷
গত কয়েকদিন ধরেই সাংসদ-বিধায়কের কাজিয়ায় সরগরম হয়ে রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল ৷ এর মূলে তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের অভিযোগে অর্জুনের ভাইপো পাপ্পু সিংয়ের গ্রেফতার হওয়া ৷ আর এই পুরনো ঘটনার পিছনে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের হাত রয়েছে বলে মনে করেন সাংসদ অর্জুন সিং ৷ এ নিয়ে জোর তরজাও শুরু হয়েছে সাংসদ-বিধায়কের মধ্যে ৷ সাংসদ মুখ খুললে পালটা জবাব দিতেও দেরি করছেন না শ্যাম ৷ এই ইস্যুতে বাকযুদ্ধ চরমে পৌঁছেছে অর্জুন এবং শ্যামের মধ্যে ৷
প্রতিনিয়ত এই দুই তৃণমূল নেতার বাকযুদ্ধে মহা ফাঁপড়ে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ আর রবিবার ব্যারাকপুরের সাংসদেব বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন সোমনাথ শ্যাম ৷ তিনি বলেন, "আপনি (অর্জুন সিং) বলছেন ওমুক লোহা চোর, পিতল চোর ! আপনার চেয়ে বড় চোর কেউ আছে ? আপনি চাকরি দেওয়ার নামে টাকা খেয়েছেন ৷ পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার নামে টাকা নিয়েছেন ৷ কোথা থেকে আপনি টাকা খাননি ? ভাটপাড়া পৌরসভা থেকে লুটে খেয়েছেন ৷ পৌরসভার কর্মীদের গ্র্যাচুইটি, পিএফের টাকা ৷ এমনকি কন্ট্রাক্টারদের টাকাও আপনি খেয়ে নিলেন ! মাঝেমধ্যে ভাবি কতবড় পেট আপনার ! সাধারণ মানুষের টাকাও আপনি ছাড়েননি ৷ সব টাকা বের করব পেট চিঁড়ে সেই টাকা বিলিয়ে দেব সাধারণ মানুষের মধ্যে ৷ সবে তো খেলা শুরু ৷ আগে আগে দেখিয়ে হোতা কে ক্যায়া !"
এমনকি অর্জুনের তৃণমূলে যোগদানের বিষয়েও বিস্ফোরক দাবি করেছেন সোমনাথ শ্যাম ৷ এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও টেনে তিনি বলেন, "ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ ব্যাংকের দুর্নীতির দায়ে আপনি যখন গ্রেফতার হওয়ার মুখে ৷ তখন বাঁচতে অভিষেক বন্দোপাধ্যায়ের পায়ে পড়ে নতিস্বীকার করে যোগ দেন তৃণমূলে ৷ আপনি বলছেন ঝান্ডা ছেড়ে আসতে ! আপনার তো এটাই কারবার ৷ ডাকাতি করা, দাঙ্গা লাগানো ৷ লুঠপাট করে মানুষকে সর্বস্বান্ত করা ৷ এটা ছাড়া তো আপনি চলতে পারেন না ৷"