কলকাতা, 23 মে : জল্পনায় দাঁড়ি টেনে তিনবছর পর 'ঘর ওয়াপসি' অর্জুন সিং'য়ের ৷ পদ্ম শিবির ছেড়ে ফের দিদির দ্বারে ব্যারাকপুরের বিজেপি সাংসদ ৷ রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফেরার পর অর্জুন বলেন, 'ঘরের ছেলে ঘরে ফিরল' ৷ এরপর থেকেই ব্যারাকপুরের রাজনীতিতে নতুন সমীকরণ ৷ তবে নতুন সমীকরণের মধ্যেই অর্জুনের ঘরে ফেরায় তৃণমূলের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ ৷ উত্তর 24 পরগনায় তৃণমূল নেতৃত্বের পাশাপাশি রাজ্যস্তরের বেশ কিছু নেতাও মেনে নিতে পারছেন না ব্যারাকপুরের সাংসদের এই ঘর ওয়াপসি। দলীয় অনুশাসনের কথা মাথায় রেখে প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য না-করলেও সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে ক্ষোভের কথা জানিয়েছেন অনেকেই (Some TMC leaders are unhappy as Arjun Singh rejoins the party) ।
যুব তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে প্রবীণ বিধায়ক তাপস রায়, রাজ্য সম্পাদক কুণাল ঘোষ-সহ অনেকেই এই সিদ্ধান্তে বেজায় অখুশি ৷ দিনদু'য়েক আগে সাংবাদিক বৈঠক করে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, "শীর্ষ নেতৃত্বকে বলব যেন অর্জুনকে দলে নেওয়া না হয় । অর্জুন ইস্যুতে দমদমের তৃণমূল সাংসদ তথা দলের অন্যতম শীর্ষ নেতা সৌগত রায়ের অবস্থান ঘিরেও রয়েছে জটিলতা ৷ রবিবার অর্জুনের তৃণমূলে যোগদানের আগে ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের বৈঠকে হাজির ছিলেন না সৌগত ৷ সেখানে অর্জুনকে দলে নেওয়ার বিষয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা সারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।