পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন অমান্য করে রাস্তায় টোটো ও ভ্যান, আটক 10 - বারাসত

সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় অবাধে চলছে টোটো ও ভ্যান । গতকাল এরকম 10 জন টোটো ও ভ্যান চালককে আটক করে বারাসত থানার পুলিশ ।

Public Vehicles
ভ্যান চালক আটক

By

Published : Apr 14, 2020, 8:50 AM IST

বারাসত, 14 এপ্রিল : লকডাউন অমান্য করে টোটো ও ভ্যান চালানোর অভিযোগে 10 জনকে আটক করল বারাসত থানার পুলিশ । একইসঙ্গে তাদের টোটো ও ভ্যান বাজেয়াপ্ত করা হয় । পরে অবশ্য জরিমানা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে । কিন্তু অভিযুক্তদের কাউকেই বাজেয়াপ্ত টোটো ও ভ্যান দেওয়া হয়নি ।

লকডাউন চলাকালীন সব যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে । কিন্তু সেই নির্দেশের তোয়াক্কা না করেই বারাসতের রাস্তায় টোটো ও ভ্যান চালকরা পরিষেবা দিচ্ছে । তাই গতকাল এই টোটো ও ভ্যান চালকদের প্রতি কড়া মনোভাব দেখায় বারাসত পুলিশ । বিভিন্ন জায়গা থেকে মোট 10 জনকে আটক করে । বাজেয়াপ্ত করে তাদের টোটো ও ভ্যানও । পরে জরিমানার পরিবর্তে তাদের ছেড়ে দেওয়া হয় । অবশ্য ফেরত দেওয়া হয়নি বাজেয়াপ্ত করা টোটো ও ভ্যান । সেগুলি ফেরত পেতে লকডাউনের পর এসে বারাসত থানায় যোগাযোগ করতে বলা হয়েছে পুলিশের তরফে ।

এবিষয়ে এক ভ্যান চালক বলে, "লকডাউনে রাস্তায় বেরোনো যাবে না তা বুঝলাম । কিন্তু কতদিন আর চেয়েচিন্তে খাব । পুলিশকে সেকথা বলতেই ভ্যান-সহ থানায় নিয়ে এল । এরপর তো কোরোনা আতঙ্কের জেরে না খেয়েই মরতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details