বসিরহাট, 11 মে : কী কাণ্ড ! সীমান্ত পাহারার দায়িত্বে থাকা এক মহিলা বিএসএফের থেকে ইনসাস রাইফেল ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা । খোয়া গিয়েছে 20 রাউন্ড কার্তুজও (Snatching Rifle in Ghojadanga border)। এমনই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে । ঘটনার পরই নড়েচড়ে বসেছে বিএসএফ কর্তৃপক্ষ । দুষ্কৃতীদের হদিশ পেতে সীমান্ত এলাকায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি । বিএসএফের তৎপরতার কারণে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ঘোজাডাঙা সীমান্তও । যার প্রভাব পড়ে সীমান্ত বাণিজ্যে । পরে অবশ্য সীমান্তে বাণিজ্যের কথা ভেবে ঘোজাডাঙা সীমান্ত খুলে দেওয়া হয় বিএসএফের তরফে । সূত্রের খবর, এই ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে বিএসএফ । তাদের জেরা করে ঘটনার কিনারা করার চেষ্টা চলছে ।
আরও পড়ুন :পেট্রাপোল বন্দরে বন্ধ ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য
ঘটনার সূত্রপাত বুধবার ভোরের দিকে । ভারত-বাংলাদেশের ঘোজাডাঙা সীমান্তে পাহারা দিচ্ছিলেন বিএসএফের 153 নম্বর ব্যাটেলিয়ানের এক মহিলা জওয়ান । সেই সময় জনা কয়েক দুষ্কৃতী হামলা চালায় তাঁর ওপর । কিছু বুঝে ওঠার আগেই মহিলা জওয়ানকে মারধর করে এবং তাঁর কাছে থাকা ইনসাস রাইফেল ও 20 রাউন্ড কার্তুজ ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা । এরপর ঘটনাটি জানানো হয় বিএসএফের আধিকারিকদের । খবর পেয়ে তাঁরা চলে আসেন সেখানে । কিন্তু, হদিশ মেলেনি দুষ্কৃতীদের । পলাতক দুষ্কৃতীদের খোঁজ পেতে সীমান্ত জুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি । চলছে নাকা চেকিংও । এর জেরে কিছুক্ষণের জন্য এদিন বন্ধ হয়ে যায় ঘোজাডাঙা সীমান্ত । যদিও ঘোজাডাঙা সীমান্ত বন্ধের কথা কিংবা তার জেরে বাণিজ্যে প্রভাব পড়ার বিষয়ে মুখ খুলতে চাননি সীমান্তের শুল্ক দফতর অথবা বিএসএফ কর্তৃপক্ষ ।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । কয়েকজন সন্দেহভাজনকে আটক করে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে । তবে এখনও পর্যন্ত খোয়া যাওয়া ইনসাস রাইফেল কিংবা কার্তুজ কোনও কিছুরই সন্ধান মেলেনি । ঘটনার পিছনে বাংলাদেশি দুষ্কৃতীদের যোগ রয়েছে বলে অনুমান বিএসএফ কর্তৃপক্ষের ।