ব্যারাকপুর, 4 নভেম্বর : সাপ উদ্ধার, জখম সাপ পরিচর্যাই ছিল যার নেশা সেই সাপের কামড়েই মৃত্যু হল ব্যারাকপুরের অনুপ ঘোষের (61) । দীর্ঘদিন যে কাজ তিনি করতেন, বলা যেতে পারে সাপ বিশেষজ্ঞ ছিলেন তিনি । তাঁরই এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউ ।
বৃহস্পতিবার হালিশহরের হাজিনগরে একটি বাড়িতে সাপ ঢুকে পড়ার খবর পেয়ে তিনি তা উদ্ধার করতে পৌঁছান । এর আগেও বহুবার করেছেন । রোজই করেন । তাই এদিনও তড়িঘড়ি পৌঁছে গেছিলেন সাপ উদ্ধার করতে । বাড়িটির টালির চালের তলা থেকে একটি চন্দ্রবোড়া সাপ বের করে ব্যাগে পোরার সময় সেটি অনুপবাবুর হাতে কামড়ে দেয় । কিন্তু তারপরও তিনি ফোন বের করে বনদপ্তরে খবর দিয়ে তারপর অ্যান্টিভেনম নেন । ওইদিন প্রথমে তাঁকে নৈহাটি স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করে অ্যান্টিভেনম দেওয়া হয় । পরে আরও একটি সঙ্গে প্লাজ়মাও দেওয়া হয় । কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় স্থানান্তরিত করা হয় কল্যাণী জে এন এম হাসপাতালে । শনিবার সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার একটি হাসপাতালে রেফার করা হয় । সেখানে নিয়ে যেতে গিয়েই মৃত্যু হয় অনুপবাবুর ।