বনগাঁ, 28 অগাস্ট : বনগাঁর বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের একাধিক শ্রমদপ্তরের SLO ( Self Employed Labour Organiser) কর্মীরা পাঁচ মাস ধরে কর্মহীন । কাজ মিলছে না । বাবা, মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে প্রয়োজনীয় অর্থ ও অন্নসংস্থানের জোগাড় না করতে পেরে তাঁরা একপ্রকার অনাহারে দিন কাটাচ্ছেন । তাই বেতন-সহ কর্ম নিশ্চয়তার জন্য মুখ্যমন্ত্রী কাছে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন তাঁরা । অন্যথায় স্বেচ্ছামৃত্যুর দাবি করেন তাঁরা ৷ শুক্রবার দুপুরে প্ল্যাকার্ড হাতে মিছিল করে বনগাঁর পোস্ট অফিসে স্বেচ্ছামৃত্যুর আবেদনপত্র জমা দেন SLO-রা ।
2017 সালে থেকে বনগাঁর মহকুমার 38 জন SLO কর্মী কাজ করতেন ৷ তাঁরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অসংগঠিত শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে ‘‘সামাজিক সুরক্ষা যোজনা 2017’’-র নিয়ম অনুযায়ী নির্মাণ, পরিবহণ সহ 61 ধরনের পেশায় কর্মরত শ্রমিকদের নাম নথিভুক্তকরণ সচেতনতা প্রচারের কাজ করেছিলেন । কিন্তু সাম্প্রতিক অসংগঠিত শ্রমিকদের বিনামূল্যে সামাজিক সুরক্ষার কথা ঘোষণা করে রাজ্যের শ্রমদপ্তর । সেই কারণে অসংগঠিত শ্রমিকদের আর টাকা জমা দিতে হচ্ছে না । ফলে SLO কর্মীদের উপার্জন বন্ধ হয়ে গিয়েছে ।