বাদুড়িয়া, 21 জুন : একে তো কন্যা সন্তান ! তার ওপর সদ্যজাত শিশুর গায়ের রঙ কালো ! সেটাই যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছিল দু'দিনের সদ্যজাত শিশুকন্যার। আর তার মাশুল গুনতে হল প্রাণ দিয়ে । তাও আবার বাবার হাতে । গলা টিপে নিজের সদ্যজাত শিশু সন্তানকে খুনের অভিযোগ উঠেছে বাবা রুহুল আমিন সরদারের বিরুদ্ধে । অমানবিক এই ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বাদুড়িয়ার পশ্চিম নাটুরিয়া গ্রামে । অভিযুক্তের এমন মানসিকতা এবং বর্বরকাণ্ডে স্তম্ভিত গ্রামবাসীরা । তার কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন পরিবার পরিজনেরাও । অভিযোগ পেয়ে খুনি বাবাকে গ্রেফতারও করেছে পুলিশ । ধৃতের বিরুদ্ধে খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে । ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বাদুড়িয়া থানার পুলিশ ।
পরিবার সূত্রে খবর, দু'দিন আগে স্থানীয় হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন আমিনা বিবি নামে 25 বছরের এক মহিলা । আগেও তাঁর দুটি মেয়ে রয়েছে । পরপর তিনটি মেয়ে হওয়ায় মন থেকে মেনে নিতে পারেননি মহিলার স্বামী রুহুল আমিন সরদার । সোমবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে নাটুরিয়া গ্রামের শ্বশুরবাড়িতে ফেরেন ওই মহিলা । এরপরই ঘটে মর্মান্তিক এই ঘটনা । অভিযোগ, মঙ্গলবার ভোরের দিকে সদ্যজাতকে ঘরের মধ্যে রেখে মহিলা বাইরে গিয়েছিলেন প্রাতঃকৃত্য করতে । তখনই সুযোগ পেয়ে সদ্যজাত শিশু সন্তানকে গলা টিপে তার বাবা খুন করে বলে অভিযোগ ।
আরও পড়ুন :Beldanga Children Murder : সম্পত্তির লোভে ছেলে-মেয়েকে খুন করে পলাতক বাবা