কামারহাটি, 10 জানুয়ারি: মঙ্গলবার সকালে বিস্ফোরণে কেঁপে উঠল কামারহাটি ৷ আহত কমপক্ষে 6 জন (Six injured in a blast in Kamarhati) ৷ কামারহাটি এনআরএ রোডে এদিন বেলা 12টা নাগাদ গ্যাস সিলিন্ডার রিফিলিংয়ের দোকানের সামনে বিস্ফোরণটি ঘটে বলে পুলিশ এবং দমকল সূত্রে খবর ৷ বিকট শব্দে কেঁপে ওঠার পাশাপাশি কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবৈধ গ্যাস রিফিলিংয়ের দোকানে সিলিন্ডার ফেটেই দুর্ঘটনাটি ঘটেছে ৷ যদিও স্থানীয়দের দাবি উড়িয়ে দমকল আধিকারিকরা জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণের কোনও নমুনা তারা পাননি ৷
পরবর্তীতে বিস্ফোরণে আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্যাস রিফিলিংয়ের কারণে নয়, অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তির ব্যাগে রেখে যাওয়া বোমা ফেটেই বিপত্তি ৷ দোকানটির সামনেই 6 জনকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা ৷ তাদেরকে প্রাথমিকভাবে কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এদের মধ্যে এক মহিলা ও স্কুল ছাত্রও রয়েছে ৷ বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সাউথ জোন) অজয় কুমার প্রসাদ জানান, সিলিন্ডার নাকি বোমা বিস্ফোরণ এখনও নিশ্চিত নয় ৷ আরজি কর হাসপাতালে ভর্তি আহতের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া সম্ভব হবে ৷
বিস্ফোরণে গুরুতর জখম মহম্মদ নাদিম সারবোয়ারকে পরবর্তীতে আরজিকর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ দু'জন এখনও সাগর দত্ত মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দোকানটি অবৈধ ৷ সেখানে বেআইনিভাবে গ্যাস ভরা হত ৷ আর গ্যাস ভরার সময়েই কোনও কারণে বিস্ফোরণটি ঘটেছে ৷