বেলঘরিয়া, 27 এপ্রিল : নেশামুক্তি কেন্দ্রে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় পুলিশের জালে 6 ৷ অভিযুক্ত রি-হ্যাব সেন্টারের মালিক সুশান্ত সরকার-সহ 6 জনকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ (Six arrested in belghoria rehabilitation centre incident) । বাকিরা হলেন ঝুমা সরকার, অভিষেক সিং, অনিত ঘোষ, অমল দাস এবং অভিজিৎ চক্রবর্তী । এদের মধ্যে ধৃত ঝুমা সরকার রি-হ্যাব সেন্টারের মালিকের স্ত্রী ৷ পুলিশ সূত্রে খবর, বেলঘরিয়ার যতীনদাস নগরের বাড়ি থেকে প্রথমে নেশামুক্তি কেন্দ্রের মালিক সুশান্ত সরকারকে আটক করা হয় ৷ ম্যারাথন জেরায় অসঙ্গতি পরিলক্ষিত হতেই তাঁকে গ্রেফতার করা হয় ৷ বুধবার দুপুরে তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷
বাকি পাঁচ জনকেও যতীনদাস নগর এলাকা থেকেই গ্রেফতার করে পুলিশের বিশেষ টিম ৷ ধৃতদের বিরুদ্ধে 302 এবং 304 ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ ঘটনায় আর কেউ জড়িত কি না, খতিয়ে দেখছে পুলিশ ৷ মঙ্গলবার বেলঘরিয়ার যতীনদাস নগরের নেশামুক্তি কেন্দ্রে কেষ্টপুরের যুবক সুমন সর্দারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে সেন্টারের কর্মী এবং চিকিৎসকের বিরুদ্ধে (A youth is beaten to death at a drug rehabilitation center in Belghoria) ৷ এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা । যুবকের মৃত্যুর ঘটনায় নেশামুক্তি কেন্দ্রে তাণ্ডব, ভাঙচুর, বিক্ষোভ কিছুই বাদ যায়নি । পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশবাহিনী ও র্যাফ ৷