আমডাঙা, 5 জানুয়ারি :প্রত্যেকটি চুরির আগে নিখুঁত পরিকল্পনা ৷ তাতেও শেষ রক্ষা হল না ৷ মাত্র কয়েক দিনের চেষ্টাতেই গোটা চক্রকে পাকড়াও করল পুলিশ (Amdanga Temple Theft Arrest) ৷ একইসঙ্গে আমডাঙার করুণাময়ী মন্দিরে চুরির কিনারাও করে ফেলল পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত মোট ছ’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশের দাবি, চুরি করাই এদের মূল পেশা ৷
আরও পড়ুন :villagers block road after theft in temple : মন্দিরে চুরি, ক্ষোভে পথ অবরোধ
সম্প্রতি উত্তর 24 পরগনার আমডাঙার করুণাময়ী মায়ের মন্দিরে চুরি হয় ৷ পুলিশের দাবি, সেই ‘অপারেশন’-এর আগে বেশ কিছু দিন এই এলাকাতেই আস্তানা গেড়েছিল এই দলটি ৷ রীতিমতো রেইকি করে চুরির পরিকল্পনা করা হয়েছিল ৷ বুধবার বারাসতের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় ধৃত ছয় অভিযুক্ত এবং উদ্ধার হওয়া চুরির সামগ্রী-সহ একটি সাংবাদিক সম্মেলন করেন ৷ তিনি জানান, ‘‘মধ্যমগ্রামের একটি মন্দিরে চুরির ঘটনার সূত্র ধরেই আমরা এই চক্রটির খোঁজ শুরু করি ৷ এরপরই জানতে পারি আমডাঙার মন্দিরে চুরির 10 দিন আগে বেড়াবেড়ি পঞ্চায়েত এলাকায় এই দলটি ঘাঁটি গেড়েছিল ৷ চুরির পরই তারা সেখান থেকে চলে যায় ৷ ফলে তাদের উপর সন্দেহ আরও বাড়ে ৷ মন্দিরের সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে দলের সদস্যদের ছবি ৷ তারপর বিশেষ তদন্তকারী দল গঠন করে তল্লাশি শুরু করা হয় ৷’’