স্বরূপনগর, 5 এপ্রিল : ফের ভারত-বাংলাদেশ সীমান্তে বড়সড় সাফল্য পেল বিএসএফ । সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় ব্যর্থ হল রুপোর গয়না পাচারের চেষ্টা । তবে, পাচারকারীদের কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে (Silver Jewellery Recovered by BSF) ।
সূত্রের খবর, পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে প্রায় 10 লক্ষ টাকার রুপোর গয়না বাজেয়াপ্ত হয়েছে । বিপুল টাকার গয়না বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে ধারণা বিএসএফ কর্তৃপক্ষের । জানা গিয়েছে, এদিন সকালে সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা লক্ষ্য করেন একটি ব্যাগ পড়ে রয়েছে । ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ টহলরত জওয়ানদের । ব্যাগের ভিতরে থরে থরে সাজানো রুপোর গয়না । বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ব্যাগের ভিতর দু'টি প্লাস্টিকের বক্স থেকে প্রায় সাড়ে দশ কেজি রুপোর গয়না মিলেছে । যার বর্তমান বাজারমূল্য প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি ।