কলকাতা, 11 অক্টোবর:সবুজসাথী সাইকেলের টায়ারে লুকানো 2 লক্ষ টাকার রুপোর গয়না । গোপনসূত্রে খবর পেয়ে স্বরূপনগর সীমান্ত থেকে উদ্ধার করল বিএসএফ (Silver Seized)। মঙ্গলবার উত্তর 24 পরগনার বসিরহাটের স্বরুপনগর সীমান্তের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনে 112তম বর্ডার সিকিউরিটি ফোর্সের হাকিমপুরের জওয়ানরা তা উদ্ধার করে।
বিএসএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া 4.630 কেজি রুপোর গয়নার বর্তমান মূল্য প্রায় 1 লক্ষ 96 হাজার 923 টাকা । উদ্ধার হওয়া রুপোর গয়না পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। বিএসএফ সূত্রের দাবি, কর্তব্যরত জওয়ানরা তাঁদের দায়িত্বের এলাকায় একটি সন্দেহজনক সাইকেল পার্কিং দেখতে পায়। সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু করেন তাঁরা।