পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Silver Jewellery Seized: সবুজসাথীর টায়ারে লুকনো 2 লক্ষ টাকার গয়না উদ্ধার করল বিএসএফ - BSF

সাইকেলের টায়ারে লুকানো 2 লক্ষ টাকার রুপোর গয়না, স্বরূপনগর সীমান্ত (Swarupnagar Border) থেকে উদ্ধার করল বিএসএফ (Silver Jewellery Seized by BSF) ৷

Silver Jewellery Seized
সবুজ সাথী সাইকেলের টায়ারে লুকনো 2 লাখ টাকার গয়না উদ্ধার

By

Published : Oct 11, 2022, 10:03 PM IST

কলকাতা, 11 অক্টোবর:সবুজসাথী সাইকেলের টায়ারে লুকানো 2 লক্ষ টাকার রুপোর গয়না । গোপনসূত্রে খবর পেয়ে স্বরূপনগর সীমান্ত থেকে উদ্ধার করল বিএসএফ (Silver Seized)। মঙ্গলবার উত্তর 24 পরগনার বসিরহাটের স্বরুপনগর সীমান্তের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনে 112তম বর্ডার সিকিউরিটি ফোর্সের হাকিমপুরের জওয়ানরা তা উদ্ধার করে।

বিএসএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া 4.630 কেজি রুপোর গয়নার বর্তমান মূল্য প্রায় 1 লক্ষ 96 হাজার 923 টাকা । উদ্ধার হওয়া রুপোর গয়না পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। বিএসএফ সূত্রের দাবি, কর্তব্যরত জওয়ানরা তাঁদের দায়িত্বের এলাকায় একটি সন্দেহজনক সাইকেল পার্কিং দেখতে পায়। সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু করেন তাঁরা।

তখনই সবুজসাথী (Sabooj Sathi) সাইকেলের টায়ার থেকে 17টি প্যাকেট পাওয়া যায়। যা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ছিল। সেগুলো খুলতেই চোখ কপালে ওঠে জওয়ানদের । সেখান থেকে বিপুল রুপোর অলংকার পাওয়া যায়। 112তম বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) কমান্ডিং অফিসার বলেন, "ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যে কারণে চোরাচালানের মতো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা অনেক অসুবিধায় পড়ছেন। কেউ কেউ ধরা পড়ছেন। যাদের আইন অনুযায়ী শাস্তিও হচ্ছে ।

আরও পড়ুন:বনগাঁ সীমান্ত থেকে 21 কোটির সোনা উদ্ধার বিএসএফ-এর

ABOUT THE AUTHOR

...view details